০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক, শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে অতীতে ডাকা আন্দোলনের দিনক্ষণ শিক্ষক নিয়োগ বোর্ডের সঙ্গে মিলে যাওয়ায় যেসব আন্দোলনকে তিনি নিজেই উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছিলেন, এবার সেই একই ইস্যুতে শিক্ষক নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দিয়েছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল।

গত শুক্রবার বাদ জুম্মা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। অথচ একই দিনে পূর্বে স্থগিত হওয়া ফার্মেসি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নিজের ফেসবুক পোস্টে সাজিদ হত্যার বিচার দাবিতে আন্দোলন নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন তানভীর মন্ডল। সেখানে তিনি লেখেন, “সাজিদ আব্দুল্লাহকে আপনারা আর ট্রাম্পকার্ড বানায়েন না… নিয়োগ বোর্ডের আগের দিন বা বোর্ডের দিন বিশেষ আশায় এই ধরনের আন্দোলন করত নিষিদ্ধ ছাত্রলীগ… বিচার চাইলে বিশেষ দিনে নয়, বিচার চাওয়ার মতো চান।”

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিনের সাজিদ হত্যা নিয়ে দেওয়া এক পোস্টের মন্তব্যের ঘরে তানভীর মন্ডল লেখেন, “তাহলে নেক্সট আন্দোলন কি নিয়োগ বোর্ডের আগের দিন নাকি নিয়োগের দিন সকালে?”—এমন মন্তব্যের পর নিজেই নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, সব ছাত্র সংগঠনের মতামত নিয়ে আন্দোলনের ডাক দিলে তাকে এক পক্ষের ইন্ধনে প্রশাসনকে চাপে ফেলতে আন্দোলনের অভিযোগ তোলা হয়েছিল। অথচ এখন পূর্বঘোষিত ফার্মেসি বিভাগের নিয়োগ বোর্ডের দিন সেই ব্যক্তিই আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এবার কোন পক্ষের ইন্ধনে এবং কার মতামতে প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা দরকার।

এ বিষয়ে জানতে চাইলে তানভীর মন্ডল বলেন, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারাও এ বিষয়ে যোগাযোগ করেছে। তবে আন্দোলনটি দুই-একদিন পিছিয়ে দেওয়া হতে পারে, যাতে এটি নিয়োগ বা এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে না হয়। এ বিষয়ে সন্ধ্যার পরপরই ফেসবুকে জানানো হবে বলেও তিনি জানান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক, শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক

আপডেট সময় : ০৫:৩৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে অতীতে ডাকা আন্দোলনের দিনক্ষণ শিক্ষক নিয়োগ বোর্ডের সঙ্গে মিলে যাওয়ায় যেসব আন্দোলনকে তিনি নিজেই উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছিলেন, এবার সেই একই ইস্যুতে শিক্ষক নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দিয়েছেন ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল।

গত শুক্রবার বাদ জুম্মা শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার দাবিতে প্রশাসন ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। অথচ একই দিনে পূর্বে স্থগিত হওয়া ফার্মেসি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নিজের ফেসবুক পোস্টে সাজিদ হত্যার বিচার দাবিতে আন্দোলন নিয়ে তীর্যক মন্তব্য করেছিলেন তানভীর মন্ডল। সেখানে তিনি লেখেন, “সাজিদ আব্দুল্লাহকে আপনারা আর ট্রাম্পকার্ড বানায়েন না… নিয়োগ বোর্ডের আগের দিন বা বোর্ডের দিন বিশেষ আশায় এই ধরনের আন্দোলন করত নিষিদ্ধ ছাত্রলীগ… বিচার চাইলে বিশেষ দিনে নয়, বিচার চাওয়ার মতো চান।”

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দিনের সাজিদ হত্যা নিয়ে দেওয়া এক পোস্টের মন্তব্যের ঘরে তানভীর মন্ডল লেখেন, “তাহলে নেক্সট আন্দোলন কি নিয়োগ বোর্ডের আগের দিন নাকি নিয়োগের দিন সকালে?”—এমন মন্তব্যের পর নিজেই নিয়োগ বোর্ডের দিন আন্দোলনের ডাক দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, সব ছাত্র সংগঠনের মতামত নিয়ে আন্দোলনের ডাক দিলে তাকে এক পক্ষের ইন্ধনে প্রশাসনকে চাপে ফেলতে আন্দোলনের অভিযোগ তোলা হয়েছিল। অথচ এখন পূর্বঘোষিত ফার্মেসি বিভাগের নিয়োগ বোর্ডের দিন সেই ব্যক্তিই আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এবার কোন পক্ষের ইন্ধনে এবং কার মতামতে প্রশাসন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা দরকার।

এ বিষয়ে জানতে চাইলে তানভীর মন্ডল বলেন, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারাও এ বিষয়ে যোগাযোগ করেছে। তবে আন্দোলনটি দুই-একদিন পিছিয়ে দেওয়া হতে পারে, যাতে এটি নিয়োগ বা এ ধরনের কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে না হয়। এ বিষয়ে সন্ধ্যার পরপরই ফেসবুকে জানানো হবে বলেও তিনি জানান।

এমআর/সবা