সোহাগ রহমান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামে একটি মাসকলাই ক্ষেতে পাতাখেকু পোকার আক্রমণ লক্ষ্য করা গেছে। ক্ষেতের
অধিকাংশ মাসকলাই গাছই আক্রান্ত করেছে ওই পোকা। এভাবে দিনকে দিন ওই পোকার আক্রমণ বাড়তে থাকলে ফলন না পাওয়ার আশঙ্কা করেছেন কৃষক।
২৫ অক্টোবর, বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই গ্রামের কৃষক আব্দুর রেজ্জাক ৫ কাঠা জমি বর্গা নিয়ে মাসকলাইয়ের বীজ বপন করেন। মাস দেড়েক হল তিনি বীজ বপন করেছেন। এরই মাঝে ক্ষেতে এক ধরনের পোকার আক্রমণে মাসকলাইয়ের অধিকাংশ গাছের পাতা খেয়ে ফেলছে। দিনকে দিন পোকার আক্রমণ বাড়তে থাকলে এ বছর মাসকলাইয়ের ফলন না পাওয়ার আশঙ্কা রয়েছে ওই কৃষকের।
কৃষক আব্দুর রেজ্জাক জানান, তাদের গ্রামে দায়িত্বপ্রাপ্ত কৃষি উপ-সহকারী কর্মকর্তা কে তা তিনি জানেন না। তাই স্থানীয় এক ডিলারের কাছে তিনি
পাতা খেয়ে ফেলার ব্যাপারে জানতে চাইলে ডিলার পাতাখেকু পোকার আক্রমণের কথা তাকে জানান। কৃষক আরও জানান, ক্ষেতের ভাড়া, বীজ কেনা, ক্ষেত প্রস্তুত করা, ক্ষেতের চারদিকে বেড়া দেয়া ও সার দেয়াসহ বেশটাকা খরচ করেছেন তিনি। যদি পোকার আক্রমনে ফলন না পাওয়া যায় তাহলে মারাত্মক ক্ষতির মুখে পড়বেন তিনি।
এ ব্যাপারে জানতে উপজেলা কৃষি অফিসার জেসমিন জাহানের মুঠোফোনে কল দিয়ে তাকে না পেয়ে উপ-সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলামের
কাছে ওই পোকার আক্রমন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ক্ষেত পরিদর্শন ছাড়া কিছুই বলা সম্ভব নয়, যে কোন পোকায় আক্রমন করেছে। তবে যেটুকু বুঝতে পারছি এটি হয়তোবা পাতাখেকু পোকা হতে পারে। তিনি বলেন ওই ব্লক আমার নয়। এ ব্যাপারে ওই ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কিংবা
উপজেলা কৃষি অফিসার স্যারের সঙ্গে কথা বলেন।


























