জনগণের ম্যান্ডেটে জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শুধু দলীয় নেতাদের নয়, দল-বাইরের যোগ্য ব্যক্তিদেরও মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মন্ত্রিসভা গঠনে শুধু দলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। দেশের যোগ্য ও দক্ষ মানুষদের বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, “বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো লোক আছে। সব বাংলাদেশিকে যদি আমরা বিবেচনায় নিই, তাহলে যোগ্য মানুষের কোনো অভাব নেই।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, কার্যকর পররাষ্ট্রনীতি, মাইক্রো ও ম্যাক্রো অর্থনীতির মূল পরিকল্পনা—এসব বিষয়ে দলের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। একই সঙ্গে নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা, বিশেষ করে নারীদের নিরাপত্তা সংকট মোকাবিলা, বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং দেশ-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণের বিষয়গুলোও পলিসি সামিটে তুলে ধরা হচ্ছে।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে ডা. তাহের বলেন, অনলাইন প্রচারণা একটি নতুন কৌশল। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী অনলাইনে বিলবোর্ডসহ ডিজিটাল প্রচারণা চালানো হবে। তবে জামায়াতের মূল লক্ষ্য থাকবে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা।
তিনি বলেন, “আমাদের মেইন টার্গেট ওয়ান টু ওয়ান কন্টাক্ট। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

























