০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

রাজধানীর মহাখালীতে অবস্থিত কড়াইলের বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি তাদেরকে উন্নত বাসস্থান, আধুনিক ও মানসম্মত শিক্ষা এবং চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

এ সময় তারেক রহমান বলেন, যারা কড়াইলের বস্তি থাকেন তাদের সন্তানরাও যারা বড় দালানে থাকেন, ধনী পরিবার তাদের সন্তানের মতো একই শিক্ষা ব্যবস্থার সুযোগ পাবে। ধনীদের সন্তানরা যেমন বিদেশি ভাষায় পড়ার সুযোগ পায়, বিদেশি ভাষা শেখার সুযোগ পায়, খেলাধুলার সুযোগ পায় আমরা চাই কড়াইলে যারা বস্তিবাসী আছেন তাদের সন্তানরাও যেন একই সুযোগ পায়।

তারেক রহমান কড়াইলবাসীদের উদ্দেশে বলেন, আমরা রাজনীতি করি আপনাদের জন্য। এর আগেও বিএনপি যতবার জনগণকে জবান দিয়েছে আমরা চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে আপনাদের জন্য আমি কিছু কাজ করতে চাই।

তিনি তার প্রতিশ্রুতিতে বলেন, কড়াইলবাসীদের আবাসন সংকট সমাধানে বহুতল ভবন নির্মাণ করা হবে। বস্তিবাসীদের মধ্যে যারা এখানে অনেক আগে থেকেই বসবাস করে আসছেন সকলের নামে রেজিস্ট্রেশন করে তাদেরকে ছোট ছোট ফ্ল্যাট উপহার দেওয়া হবে। বস্তিবাসীর পড়ালেখার জন্য স্কুল এবং মাঠের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবা ও চিকিৎসার সমস্যার সমাধানে এই এলাকায় হাসপাতাল, ক্লিনিক নির্মাণ করা হবে যেন তারা হাতের কাছেই জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বক্তব্যের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করেন তারেক রহমান।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

কড়াইলবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

রাজধানীর মহাখালীতে অবস্থিত কড়াইলের বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি তাদেরকে উন্নত বাসস্থান, আধুনিক ও মানসম্মত শিক্ষা এবং চিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

এ সময় তারেক রহমান বলেন, যারা কড়াইলের বস্তি থাকেন তাদের সন্তানরাও যারা বড় দালানে থাকেন, ধনী পরিবার তাদের সন্তানের মতো একই শিক্ষা ব্যবস্থার সুযোগ পাবে। ধনীদের সন্তানরা যেমন বিদেশি ভাষায় পড়ার সুযোগ পায়, বিদেশি ভাষা শেখার সুযোগ পায়, খেলাধুলার সুযোগ পায় আমরা চাই কড়াইলে যারা বস্তিবাসী আছেন তাদের সন্তানরাও যেন একই সুযোগ পায়।

তারেক রহমান কড়াইলবাসীদের উদ্দেশে বলেন, আমরা রাজনীতি করি আপনাদের জন্য। এর আগেও বিএনপি যতবার জনগণকে জবান দিয়েছে আমরা চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে আপনাদের জন্য আমি কিছু কাজ করতে চাই।

তিনি তার প্রতিশ্রুতিতে বলেন, কড়াইলবাসীদের আবাসন সংকট সমাধানে বহুতল ভবন নির্মাণ করা হবে। বস্তিবাসীদের মধ্যে যারা এখানে অনেক আগে থেকেই বসবাস করে আসছেন সকলের নামে রেজিস্ট্রেশন করে তাদেরকে ছোট ছোট ফ্ল্যাট উপহার দেওয়া হবে। বস্তিবাসীর পড়ালেখার জন্য স্কুল এবং মাঠের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবা ও চিকিৎসার সমস্যার সমাধানে এই এলাকায় হাসপাতাল, ক্লিনিক নির্মাণ করা হবে যেন তারা হাতের কাছেই জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। বক্তব্যের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ করেন তারেক রহমান।

এমআর/সবা