আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং বিশেষ করে ভারত সফর করবে কি না—সে বিষয়ে আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
গত শনিবার ঢাকায় আইসিসি-বিসিবির বৈঠক অনুষ্ঠিত হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফার এই আলোচনায় বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় অবস্থানের কথা জানায়। বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ড খেলতে পারে।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে।

শনিবারের বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয়। বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।’
তবে বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তন করতে রাজি নয় আয়ারল্যান্ড। কেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা সুনির্দিষ্ট আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলছি।’
এমআর/সবা

























