০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার অভিযোগে রায়গঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খল আচরণ ও সহিংসতার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধুবিল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিরাজগঞ্জ জেলা শাখা।
শোকজপ্রাপ্তরা হলেন—ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু এবং ধুবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ও ইউপি সদস্য আব্দুল হাই।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাংগঠনিক ঐক্য বিনষ্ট করছে—এমন অভিযোগের ভিত্তিতেই শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির কাছে সন্তোষজনক জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে দলীয় নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
শোকজ নোটিশ প্রদানের সিদ্ধান্তে অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির নেতারা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা, ত্যাগী নেতাকর্মীদের নিরাপত্তা এবং সাংগঠনিক শক্তি বজায় রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শোকজপ্রাপ্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতার অভিযোগে রায়গঞ্জে বিএনপির দুই নেতাকে শোকজ

আপডেট সময় : ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খল আচরণ ও সহিংসতার অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধুবিল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিরাজগঞ্জ জেলা শাখা।
শোকজপ্রাপ্তরা হলেন—ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হাবু এবং ধুবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ও ইউপি সদস্য আব্দুল হাই।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাংগঠনিক ঐক্য বিনষ্ট করছে—এমন অভিযোগের ভিত্তিতেই শোকজ নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কেন তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জেলা বিএনপির কাছে সন্তোষজনক জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে দলীয় নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।
শোকজ নোটিশ প্রদানের সিদ্ধান্তে অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির নেতারা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা, ত্যাগী নেতাকর্মীদের নিরাপত্তা এবং সাংগঠনিক শক্তি বজায় রাখার স্বার্থেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শোকজপ্রাপ্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
শু/সবা