বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও বিএনপি জামায়াতের’র সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রোববার ২৯ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জের আদালতপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসিন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা, জেলার পিপি এডভোকেট মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।





















