নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
সারা দেশব্যাপী হরতাল থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।
২৯ তারিখে সারাদিন দেশব্যাপী হরতাল ছিল। এছাড়া আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বিএনপি। এমতাবস্থায় নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হরতালের সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে কিনা এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। হরতালের কারণে ক্লাস পরীক্ষা থেমে থাকবেনা। তবে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে স্ব স্ব বিভাগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।”
স্বাভাবিকভাবে কার্যক্রম চলার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়াও দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কাবোধ করছেন। আবার অনেক শিক্ষার্থী বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন।





















