০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিস্টার ও মিস সেলিব্রিটি স্বাধীন ও প্রোমা

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • 244

ভিয়েতনামে ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত হবে মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রোমা ও রাজিউল ইসলাম স্বাধীন। ২৬ অক্টোবর ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিচারকরা এ দুজনকে নির্বাচিত করেন। আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে বাংলাদেশে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। মূলত মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) বিউটি প্যাজেন্ট ও মডেলিং কম্পিটিশনের জন্য একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও এএমটিসি আরও তিন দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইভেন্ট ডিরেক্টর। বাংলাদেশের স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ নিজেই আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী। এ ক্যাম্প মডেলদের অভিজ্ঞতা আর জ্ঞানকে আরও বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে। সঙ্গে উচ্চাকাক্সক্ষী মডেলদের বিশ্বমানের উপযোগী করে গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজরা মাহমুদ বলেন, বিশ্বের সামনে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকেই আমাদের এ আয়োজন।
২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন
ফ্যাশন আইকন ও সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলো’র হাল ফ্যাশনের কনটেন্ট কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিও’র ফাউন্ডার আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েন্সার
নিবিড় আদনান নাহীদ এবং মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা।

এ বছর প্রতিযোগিতায় ১৬ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ৮ জন নারী ও ৮ জন পুরুষ। গ্র্যান্ড ফিনালে মোট তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। তিনটি রাউন্ড শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মূল বিজয়ীদের ঘোষণা করার আগে কয়েকটি আলাদা বিভাগে পুরস্কার দেয়া হয়। এতে বেস্ট হেয়ার হয়েছেন ইশরাত জাহান পান্না। বেস্ট স্কিন খেতাব পেয়েছেন ভাষা জাহাঙ্গীর, বেস্ট স্মাইল হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং বেস্ট পারসোনালিটি হয়েছেন রাফসান জানি। মিস ও মিস্টার সেলিব্রিটি বাংলাদেশের নারী বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ভাষা জাহাঙ্গীর এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন তাহমিনা আঞ্জুম ইলা। এ ছাড়া মিস সেলিব্রিটি বাংলাদেশের খেতাব অর্জন করেন সাজরিয়া তাবাসসুম প্রোমা। পুরুষ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাফসান জানি।
রাজিউল ইসলাম স্বাধীন হয়েছেন এবারের মিস্টার সেলিব্রিটি বাংলাদেশ। বিজয়ীদের মাথায় মুকুট তুলে দেন গতবারের বিজয়ী ইফা তাবাসসুম ও রনি ইমরান।

জনপ্রিয় সংবাদ

মিস্টার ও মিস সেলিব্রিটি স্বাধীন ও প্রোমা

আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

ভিয়েতনামে ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত হবে মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি ইন্টারন্যাশনাল। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাজরিয়া তাবাসসুম প্রোমা ও রাজিউল ইসলাম স্বাধীন। ২৬ অক্টোবর ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিচারকরা এ দুজনকে নির্বাচিত করেন। আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে বাংলাদেশে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। মূলত মিস অ্যান্ড মিস্টার সেলিব্রিটি মালয়েশিয়ার একটি সৌন্দর্য প্রতিযোগিতা।
আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) বিউটি প্যাজেন্ট ও মডেলিং কম্পিটিশনের জন্য একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। বাংলাদেশ ছাড়াও এএমটিসি আরও তিন দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ইভেন্ট ডিরেক্টর। বাংলাদেশের স্বনামখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আজরা মাহমুদ নিজেই আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের স্বত্বাধিকারী। এ ক্যাম্প মডেলদের অভিজ্ঞতা আর জ্ঞানকে আরও বিকশিত করার জন্য কাজ করে যাচ্ছে। সঙ্গে উচ্চাকাক্সক্ষী মডেলদের বিশ্বমানের উপযোগী করে গড়ে তুলে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আজরা মাহমুদ বলেন, বিশ্বের সামনে বাংলাদেশের মডেলদের তুলে ধরার প্রত্যাশা থেকেই আমাদের এ আয়োজন।
২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন
ফ্যাশন আইকন ও সংগীতশিল্পী মেহরিন মাহবুব, প্রথম আলো’র হাল ফ্যাশনের কনটেন্ট কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, রেড বাই আফরোজা পারভীনের হেড অব অপারেশন আফরোজা পারভীন, আর্কা স্টুডিও’র ফাউন্ডার আসাদ সাত্তার, মডেল ও ইনফ্লুয়েন্সার
নিবিড় আদনান নাহীদ এবং মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা।

এ বছর প্রতিযোগিতায় ১৬ জন অংশ নিয়েছেন। এর মধ্যে ৮ জন নারী ও ৮ জন পুরুষ। গ্র্যান্ড ফিনালে মোট তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। তিনটি রাউন্ড শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মূল বিজয়ীদের ঘোষণা করার আগে কয়েকটি আলাদা বিভাগে পুরস্কার দেয়া হয়। এতে বেস্ট হেয়ার হয়েছেন ইশরাত জাহান পান্না। বেস্ট স্কিন খেতাব পেয়েছেন ভাষা জাহাঙ্গীর, বেস্ট স্মাইল হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং বেস্ট পারসোনালিটি হয়েছেন রাফসান জানি। মিস ও মিস্টার সেলিব্রিটি বাংলাদেশের নারী বিভাগে প্রথম রানারআপ হয়েছেন ভাষা জাহাঙ্গীর এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন তাহমিনা আঞ্জুম ইলা। এ ছাড়া মিস সেলিব্রিটি বাংলাদেশের খেতাব অর্জন করেন সাজরিয়া তাবাসসুম প্রোমা। পুরুষ বিভাগে প্রথম রানারআপ হয়েছেন সিরাজুস সালেকিন শুভ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাফসান জানি।
রাজিউল ইসলাম স্বাধীন হয়েছেন এবারের মিস্টার সেলিব্রিটি বাংলাদেশ। বিজয়ীদের মাথায় মুকুট তুলে দেন গতবারের বিজয়ী ইফা তাবাসসুম ও রনি ইমরান।