কিশোরগঞ্জের ভৈরব বিএনপির পাঁচ নেতাকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট জিন্দাবাজারের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন ভৈরব পৌর বিএনপির আহ্বায়ক মো. শাহিন, সদস্য সচিব ভিপি মো. মুজিবুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন।
সিলেট থেকে তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান।


























