দীর্ঘ ১৯ বছর পর নরসিংদী সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে নেতাদের ব্যানার, ফেস্টুন ও তোরণে সেজে উঠছে নরসিংদী জেলা। এখন দিনরাত জেলা জুড়ে চলছে শুধু সাজসজ্জার কাজ।
আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে জেলার পলাশ উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় ও পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ সার কারখানা উদ্বোধন উপলক্ষে আসছেন প্রধানমন্ত্রী। সেখানে সার কারখানাটি উদ্বোধন শেষে বেলা ১২ টার দিকে সার কারখানার ভিতরে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বেলা তিনটার দিকে নরসিংদী মুছলে উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে বর্তমান সরকারের উন্নয়ন চিত্রের ব্যানার, ফেস্টুন, তোরণে সাজতে শুরু করেছে নরসিংদী।
পুলিশের পক্ষ থেকেও নেওয়া হচ্ছে নিরাপত্তার নানা প্রস্তুতি। জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে।
শতাধিক তোরণ নির্মাণ কাজ চলছে জেলার বিভিন্ন স্থানে। স্থানীয় নেতারা আগমনী শুভেচ্ছা বার্তার প্রচারণা চালাচ্ছেন। পথে-ঘাটে এমন কোনো জায়গা নেই, যেখানে ব্যানার না টানানো হয়নি। ছোট নেতা থেকে শুরু করে শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীর আগমনের শুভেচ্ছা জানাচ্ছেন ব্যানার আর ফেস্টুন ঝুলিয়ে।
এ দিকে বর্তমান সরকারের এই মেয়াদের শেষ সময়ে দলীয় প্রধানের সফরকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলার নেতারা। বেশ আগে থেকেই তারা জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে করেছেন প্রস্তুতিমূলক সভা। যেখানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ব্যাপক প্রচার-প্রচারণার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও।
নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব বলেন, ‘প্রধানমন্ত্রী এর আগেও নরসিংদীতে এসেছেন।তবে সেটা ছিল বিরোধী দলীয় নেত্রী হিসেবে। কিন্তু এবারের আগমন একটু ভিন্ন। কারণ, তিনি দেশকে উন্নয়নের মহাসড়কেউন্নীত করে নরসিংদীতে আসছেন। নরসিংদী জেলাকে অনেক কিছু দেওয়ার পরে তিনি এই জেলায় আসছেন। তাই নরসিংদীর মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও নরসিংদী থেকে জেলার মানুষও এ জেলার ৫ টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলেও বিশ্বাস করেন তিনি।





















