কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি
প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় উপাসনালয়ে দীপাবলি উদযাপন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সনাতনধর্মী শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দত্তের হাট রাধা গোকুলানন্দ গৌরহরি মন্দিরের পূজা পরিচালক, শ্রীমান দিব্যকৃপা ব্রজেশ্বর দাস ব্রহ্মচারী, মুখ্য আলোচক শ্রীমান দিব্যদয়া গৌর দাস ব্রহ্মচারী এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পূজা পরিচালনা করেন শ্রীমান অভয়চরণ গৌর দাস ব্রহ্মচারী।

পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শান্তি, মুক্তি ও আনন্দের বাহকরূপী ফানুস উড়ানো হয়। একইসঙ্গে ফুটে ওঠে আতশবাজির ঝলকানি। এসময় শিক্ষার্থীদের আনন্দধ্বনি ও কোলাহলে মেতে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এছাড়াও ধর্মীয় সংগীত, দামোদর লীলা সম্পর্কে প্রবচন ও দামোদর অষ্টাকম পাঠের সহিত ভগবান দামোদরকে দীপ-দানসহ নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। ভগবানের দিব্য প্রসাদ আস্বাদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে উপস্থিত অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পুলক ধর বলেন, “আজকের নানা আয়োজনরর মাধ্যমে শেষ হয় দীপাবলি উৎসব। অন্যান্য ধর্মীয় উৎসবগুলোর মধ্যে অন্যতম হলো দীপাবলি। দীপাবলিতে প্রদীপ প্রজ্বলন করা হয়। এর মাধ্যমে অশুভ শক্তি বিনাশ এবং শুভ শক্তির আবির্ভাব ঘটে। বিগত বছরগুলোর ন্যায় এ বছরেরও বিশ্ববিদ্যালয়ে বেশ জমকালো আয়োজন করা হয়েছে। অসৎ হতে সত্যে, অন্ধকার হতে জ্যোতিতে, সর্বত্র ছড়িয়ে পড়ুক শান্তির বার্তা। উৎসবে দেশে চলমান অবরোধের মাঝেও প্রায় ২৫০ সনাতনী উপস্থিত ছিলেন।”
নোবিপ্রবির বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ তম ব্যাচের অনিন্দ্য কুমার গাইন বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয়ে দামোদর দীপদান ও দীপাবলি উৎসব পালন করেছি। আমরা ভগবানের প্রতি প্রেম নিবেদনের জন্য দীপদান করেছি। এ উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে ৬০০ টি প্রদীপ প্রজ্বলিত করা হয় । নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয় কর্তৃক-এ আয়োজন উপস্থিত ভক্তদের পারমার্থিক উন্নতি এবং সৌহার্দ্য বর্ধন করবে।”


























