১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চিলমারীতে এখনো ঝুলছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার

তফসিল ঘোষণার দুই সপ্তাহেও অপসারণ হয়নি কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বুধবার চিলমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দেয়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচনী প্রচারসামগ্রী দেখা গেছে।
তবে প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে, যারা নির্বাচনী নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো.রুহুল আমিন বলেন, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানো হয়েছে।
এদিকে চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেনি আগাম প্রচার চালানো সম্ভাব্য প্রার্থীরা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ এ অনিয়ম করলে ৬ মাসের কারান্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  মিনহাজুল ইসলাম বলেন, যারা আচরণ বিধি মানছেন না, তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয় সংবাদ

চিলমারীতে এখনো ঝুলছে ব্যানার, ফেস্টুন ও পোস্টার

আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
তফসিল ঘোষণার দুই সপ্তাহেও অপসারণ হয়নি কুড়িগ্রাম-৪ আসনের সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বুধবার চিলমারী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দেয়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব নির্বাচনী প্রচারসামগ্রী দেখা গেছে।
তবে প্রচার সামগ্রী অপসারণের জন্য প্রার্থীদের চিঠি দেয়া হয়েছে, যারা নির্বাচনী নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা  মো.রুহুল আমিন বলেন, তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের আগাম নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে মাইকিং ও চিঠি দিয়ে জানানো হয়েছে।
এদিকে চিঠি দেয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করেনি আগাম প্রচার চালানো সম্ভাব্য প্রার্থীরা। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি অনুযায়ী ৩ সপ্তাহের আগে কোন প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ এ অনিয়ম করলে ৬ মাসের কারান্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)  মিনহাজুল ইসলাম বলেন, যারা আচরণ বিধি মানছেন না, তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি ব্যবস্থা নেয়া হবে।