মাত্র ৬ দিনে ৫০০ কোটির ক্লাবের পথে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমা। মুক্তির আগেই ভারতীয় মুদ্রা ৩৪ কোটি রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। আয়ের দিক থেকে ‘জওয়ান’-এর পর এ বছরের সবচেয়ে বেশি মুনাফা করা সিনেমা হিসেবে ‘অ্যানিমেল’-কেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
পাঠান’, ‘গদর-২’ ও ‘জাওয়ান’ সিনেমার পরেই বলিউড সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোতে উঠে আসছে সিনেমাটির নাম। এমনকি সিনেমাটি চলতি বছর ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘টাইগার-৩’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানায়, মুক্তির প্রথম দিন শুধু ভারতের বক্স অফিসেই ৬৩ কোটি ৮০ লাখ, তৃতীয় দিন ৭১ কোটি ৪৬ লাখ, এবং ষষ্ঠ দিন ৩১৩ কোটি রুপি মুনাফা করেছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত রণবীর কাপুর অভিনীত সিনেমাটি বলিউডের সবচেয়ে মুনাফা লাভ করেছে। সব মিলিয়ে ভারতে মোট ২৭৭ কোটি ৩৪ লাখ রুপি মুনাফা এবং বিশ্বব্যাপী ৪৮১ কোটি রুপি মুনাফা করেছে ‘অ্যানিমেল’।
পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‘অ্যানিম্যাল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। আরও অভিনয় করেছে অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।
দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’
রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। বৃহস্পতিবার দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশে ছাড়পত্র পায় সিনেমাটি।
সাফটা চুক্তির আওতায় এই সিনেমা বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।


























