ঝালকাঠি প্রতিনিধি
আজ ৮ ডিসেম্বর ঝালকাঠি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাকহানাদার মুক্ত হয়েছিল। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পালিয়ে যায়। বিজয়ের বেশে বীর মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে। জেলার সর্বত্র আনন্দ উল্লাসে স্বাধীনতাকামী জনতা। ঝালকাঠি মুক্ত দিবসে বিকাল ৩ টায় ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন DYDF ঝালকাঠি জেলা শাখার আয়োজনে ট্রলার ভ্রমণ, ঝালকাঠি ইকোপার্কে আলোচনাসভা ও দিয়াকুলের চরে ফানুস উৎসব করা হয়।

আলোচনা সভায় অতিথি ছিলেন জনাব মুঃ আল-আমীন বাকলাই যুব উন্নয়ন কর্মকর্তা ও ধ্রুবতারার উপদেষ্টা, জনাব মোঃ হাসান মাহমুদ সমাজ সেবক ও ধ্রুবতারার উপদেষ্টা, মোঃ শাকিল হাওলাদার রনি ধ্রুবতারা বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক, মশিউর রহমান শাহিন সাংগঠনিক সম্পাদক, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শফিকুল ইসলাম রুবেল ধ্রুবতারা ঝালকাঠি জেলা শাখার সভাপতি, মোঃ উজ্জ্বল রহমান সঞ্চালনা করেন।
বক্ততারা তরুন প্রজন্মকে বেশি বেশি মুক্তিযোদ্ধার ইতিহাস, ঝালকাঠি জেলার ২৪টি বৌদ্ধ ভূমি, গনকবর ও সম্মুখ যুদ্ধ সম্পর্কে জানতে বলেন।






















