রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি নাটকের উপর ভিত্তি করে চাকমা ভাষায় রচিত নাটক দ্বি হানি ভুঁই মঞ্চস্থ করা হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট খাগড়াছড়ি উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাট্যকার লাব্রিচাই মারমা নির্দেশনায় অড়ং থিয়েটার নাট্যকর্মী পরিবেশনায় চাকমা ভাষায় রচিত নাটক দ্বি হানি ভুঁই খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মঞ্চস্থ করা হবে।
লাব্রিচাই মারমা বলেন, নাটকটির আসলে আমার জন্য চ্যালেনঞ্জিং ছিল। নতুন নতুন নাট্যকর্মী নিয়ে কাজ করা একদিকে আনন্দ ছিল।
জেকি চাকমা বলেন, আমার লেখা চাকমা ভাষায় দ্বি হানি ভুঁই মঞ্চস্থ কাল হবে শুনে ভিশন ভালো লাগছে।






















