ফেনী সরকারি কলেজ রসায়ন বিভাগের স্নাতক সম্মান ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও স্নাতক সম্মান ২০১৬-১৭ ও ২০১৭-১৮ ও স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রসায়ন বিভাগ ফেনী কলেজের গুরুত্বপূর্ণ বিভাগ। রসায়ন শিক্ষার্থীদের উদ্ভদ্ধ করার জন্য রসায়ন অলিম্পিয়াড আয়োজন করতে হবে। শতবর্ষী এ কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী নেতৃত্ব দিচ্ছে। সবাইকে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান তিনি।পাশাপাশি রসায়ন বিভাগের জন্য শ্রেণিকক্ষসহ যাবতীয় সকল সমস্যা সামাধান করার আশ্বাস দেন তিনি।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নূরুল আজিম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর দীনেশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক সুমন ঘোষ ও প্রদর্শক বিকাশ চন্দ্র ভৌমিককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিভাগের নব নিযুক্ত সহকারী অধ্যাপক জোহরা ফারজানা ও প্রভাষক ফাহিমা আঞ্জুমানকে বিভাগের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীনদেএ ফুল দিয়ে বরণ করা হয়।
মঙ্গলবার বীর মুক্তিযোদ্ধা খাজা আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রসায়ন বিভাগ ফেনী কলেজের গুরুত্বপূর্ণ বিভাগ। রসায়ন শিক্ষার্থীদের উদ্ভদ্ধ করার জন্য রসায়ন অলিম্পিয়াড আয়োজন করতে হবে। শতবর্ষী এ কলেজের শিক্ষার্থীরা দেশব্যাপী নেতৃত্ব দিচ্ছে। সবাইকে বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহবান জানান তিনি।পাশাপাশি রসায়ন বিভাগের জন্য শ্রেণিকক্ষসহ যাবতীয় সকল সমস্যা সামাধান করার আশ্বাস দেন তিনি।
রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নূরুল আজিম ভুঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ দেলওয়ার হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর দীনেশ চন্দ্র পাল, সহকারী অধ্যাপক সুমন ঘোষ ও প্রদর্শক বিকাশ চন্দ্র ভৌমিককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও বিভাগের নব নিযুক্ত সহকারী অধ্যাপক জোহরা ফারজানা ও প্রভাষক ফাহিমা আঞ্জুমানকে বিভাগের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয় এবং নবীনদেএ ফুল দিয়ে বরণ করা হয়।
স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী শফিকুল আলম ও প্রথম বর্ষের শিক্ষার্থী আয়েশা বিনতে আমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি ও ফেকসুর ভিপি তোফায়েল আহম্মদ তপু,কলেজ ছাত্রলীগ সভাপতি নোমান হাবীব ও সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা রাত্রি।
২য় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভাগের বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা নাচ, গান, কৌতুক, আবৃত্তি, অভিনয়সহ বিভিন্ন কার্যক্রমে মাতিয়ে রাখেন দর্শকদের।
এসময় রসায়ন বিভাগের এলামনাই এসোসিয়েশনের সদস্যরাসহ ফেনী সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও রসায়ন বিভাগের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

























