দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী–১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকে নৌকার মাঝি দাবি করেছেন। আজ মঙ্গলবার গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এমন দাবির কথা জানান।
মাহিয়া মাহি বলেন, ‘নৌকার প্রার্থীকে হারিয়ে জিতব বিষয়টি ওইভাবে নিচ্ছি না। কারণ, আমি নিজে মনে–প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। আমি নৌকা পাইনি, কিন্তু আমিও একজন মাঝি। সেখানে আরও একজন নৌকার মাঝি আছেন। এর মধ্যে মানুষ ভোট দিয়ে যাকে জয়ী করবেন, সেই আসলে নৌকার মাঝি হবেন। বিষয়টি ওইভাবে ধরেই আমি এগোচ্ছি।’
ঢাকাই চলচ্চিত্রে এ নায়িকা বলেন, ‘দেশের সাধারণ নাগরিক হিসেবে যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। রাজশাহী–১ ও চাঁপাইনবাবগঞ্জ দুটোই আমার এলাকা। দুই জায়গায় আমার বেড়ে ওঠা, বড় হওয়া। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এলাকার মানুষের জন্যই। তারা জোর করে বলেছে, আপনাকে নির্বাচন করতে হবে। তাদের পীরাপীড়িতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
চিত্রনায়িকা মাহি আরও বলেন, ‘আমি শতভাগ আশাবাদী, আমার জনপ্রিয়তা দিয়ে তাদের শাসক নয়, সেবক হব। আর এলাকার মানুষকে আমি সেবা দেব। আমার বিশ্বাস, আমি বিজয়ী হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী মায়ের মমতায় বরণ করে নেবে।
শিরোনাম
বঙ্গবন্ধুর সমাধিতে চিত্রনায়িকা মাহিয়া মাহি
-
টুঙ্গিপাড়া প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- ।
- 95
জনপ্রিয় সংবাদ






















