কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত আর বেঁেচ নেই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন। কুমিল্লা সদর-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার সিটি মেয়রের মৃত্যুর খবরটি প্রতিনিধিকে নিশ্চিত করেছেন । চলতি মাসের ১১ ডিসেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মেয়র আরফানুল হক রিফাত। এর আগে তার হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০২২ সালের ১৫ জুনের সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন তিনি। কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা প্রয়াত এস এম আতাউল হকের ছেলে আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারসহ কুমিল্লা আওয়ামী লীগের নেতারা। ১৯৮১ সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র-সংসদ ছাত্রলীগের প্যানেলে বহিঃক্রীড়া ও ব্যায়ামাগার সম্পাদক নির্বাচিত হন। একই বছরে আরফানুল হক রিফাত জামায়াত শিবির কর্তৃক আক্রমণেরও শিকার হন। ১৯৮৩-৮৫ সাল পর্যন্ত তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৯৬ সালে তিনি কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ লাভ করেন। পরবর্তীতে কুমিল্লা জেলা যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ লাভ করেন। এছাড়া আরফানুল হক রিফাত ২০১০ সাল থেকে কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
শিরোনাম
কুমিল্লা সিটি মেয়র রিফাত আর বেঁচে নেই
-
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা - আপডেট সময় : ০১:১৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- ।
- 124
জনপ্রিয় সংবাদ























