টুঙ্গিপাড়ায় আজ থাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।
আজ সকাল ৯টায় টুংঙ্গিপাড়ায় উপজেলায় বঙ্গবন্ধুর সমাধী সৌধে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা সভাপতি শেখ আবুল বশার খায়ের ও বিভিন্ন নেতাকর্মী শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।
পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের উপজেলা সহসভাপতি এবং মেয়ের , উপজেলা প্রশাসন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।
শিরোনাম
টুঙ্গিপাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
-
টুঙ্গিপাড়া প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
- ।
- 71
জনপ্রিয় সংবাদ


























