খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদ উদ্যোগে অসহায় ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সনাতন ছাত্র যুব পরিষদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির আযোজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক নির্মল দেব, সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তমাল দাশ লিটন, খাগড়াছড়ি পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, সনাতন ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক লিটন ভট্টাচার্য্য রানা।
বক্তরা বলেন, বর্তমান সরকার জনগণের প্রতি আন্তরিক আছে বিভিন্ন ধরনের সেবা ও সহযোগিতা দিয়ে যাচ্ছে, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে । তারই ধারাবাহিকতায় সনাতন ছাত্র যুব পরিষদ সমাজের উন্নয়ন মূলক কাজ দৃশ্যমান হয়েছে।
এসময় ৩শত কম্বল বিতরণ করা হয়।


























