০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিম

নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিম। তিনজনের এই টিমে ছিলেন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক মেরি লেই উলফ, যুক্তরাজ্যের অধ্যাপক মার্ক জুয়োলিনস্কি, অস্ট্রেলিয়ার মার্ক ক্রিটেনডেন ডগলাস।
১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর সোয়া ১ টার সময় তাঁরা ইমপ্রেস অ্যাভিয়েশন লিঃ (ওসঢ়ৎবংং আরধঃরড়হ খঃফ.) এর একটি হেলিকপ্টারযোগে বৌদ্ধবিহারে অবতরণ করেন। এসময় তাঁদের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ,ফ,ম সাইফুল আমিন ও অধ্যাপক ড. কাজী বায়েজিদ কবির।
পরিদর্শনকালে টিমের সদস্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীন অবকাঠামোর স্থাপত্যশৈলী পর্যেবক্ষণ করেন এবং বৌদ্ধবিহার অভ্যন্তরে অবস্থিত পাহাড়পুর জাদুঘরও পরিদর্শন করেন।
জানা যায়, বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (ইঅঊঞঊ) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (ওঊই) হলো ওয়াশিংটন আকর্ডের (ডঅ) অস্থায়ী সদস্য এবং পূর্ণ সদস্যপদের জন্য আবেদনকারী। এটি বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ এর অগ্রাধিকার খাতগুলোর একটি। আর বাংলাদেশ যদি ওয়াশিংটন অ্যাকর্ড এর পূর্ণ স্বাক্ষরকারী সদস্যের মর্যাদা পায় তাহলে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বব্যাপী সমভাবে গ্রহণযোগ্যতা পাবে। উক্ত টিমের পর্যেবক্ষণের উপর ভিত্তি করে বাংলাদেশ পূর্ণ স্বাক্ষরকারী সদস্যপদ পেতে পারে। আর বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সদস্যপদ পেলে বাংলাদেশের প্রকৌশল শিক্ষাখাত উচ্চ পর্যায়ে যাবে। পরিদর্শন শেষে পর্যেবক্ষকদল বিকাল পৌনে ৩ টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে বৌদ্ধবিহার ত্যাগ করেন। এসময় কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু সঙ্গে ছিলেন এবং সার্বিক তথ্যসেবা প্রদান করেন। পর্যেবক্ষক দলের পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক কিরণ কুমার রায়ের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ তাঁদের সার্বিক নিরাপত্তা প্রদানে নিয়োজিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরি ছাড়াল দুই লাখ ২৭ হাজার

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করলেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিম

আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শন করেছেন ওয়াশিংটন অ্যাকর্ডের ভেরিফিকেশন রিভিউ টিম। তিনজনের এই টিমে ছিলেন, যুক্তরাষ্ট্রের অধ্যাপক মেরি লেই উলফ, যুক্তরাজ্যের অধ্যাপক মার্ক জুয়োলিনস্কি, অস্ট্রেলিয়ার মার্ক ক্রিটেনডেন ডগলাস।
১৬ ডিসেম্বর (শনিবার) দুপুর সোয়া ১ টার সময় তাঁরা ইমপ্রেস অ্যাভিয়েশন লিঃ (ওসঢ়ৎবংং আরধঃরড়হ খঃফ.) এর একটি হেলিকপ্টারযোগে বৌদ্ধবিহারে অবতরণ করেন। এসময় তাঁদের সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ,ফ,ম সাইফুল আমিন ও অধ্যাপক ড. কাজী বায়েজিদ কবির।
পরিদর্শনকালে টিমের সদস্যগণ পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীন অবকাঠামোর স্থাপত্যশৈলী পর্যেবক্ষণ করেন এবং বৌদ্ধবিহার অভ্যন্তরে অবস্থিত পাহাড়পুর জাদুঘরও পরিদর্শন করেন।
জানা যায়, বোর্ড অফ অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (ইঅঊঞঊ) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (ওঊই) হলো ওয়াশিংটন আকর্ডের (ডঅ) অস্থায়ী সদস্য এবং পূর্ণ সদস্যপদের জন্য আবেদনকারী। এটি বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ এর অগ্রাধিকার খাতগুলোর একটি। আর বাংলাদেশ যদি ওয়াশিংটন অ্যাকর্ড এর পূর্ণ স্বাক্ষরকারী সদস্যের মর্যাদা পায় তাহলে বাংলাদেশের প্রকৌশলীরা বিশ্বব্যাপী সমভাবে গ্রহণযোগ্যতা পাবে। উক্ত টিমের পর্যেবক্ষণের উপর ভিত্তি করে বাংলাদেশ পূর্ণ স্বাক্ষরকারী সদস্যপদ পেতে পারে। আর বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ডের পূর্ণ সদস্যপদ পেলে বাংলাদেশের প্রকৌশল শিক্ষাখাত উচ্চ পর্যায়ে যাবে। পরিদর্শন শেষে পর্যেবক্ষকদল বিকাল পৌনে ৩ টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে বৌদ্ধবিহার ত্যাগ করেন। এসময় কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু সঙ্গে ছিলেন এবং সার্বিক তথ্যসেবা প্রদান করেন। পর্যেবক্ষক দলের পরিদর্শনকালে ট্যুরিস্ট পুলিশ নওগাঁ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক কিরণ কুমার রায়ের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ তাঁদের সার্বিক নিরাপত্তা প্রদানে নিয়োজিত ছিলেন।