চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় ইয়াবাসহ দুই জন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন জাফর আলী (৪০), আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮)। এই সময় তাদের কাছ থেকে ২ হাজার ২০০ পিচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে এই আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জাফর সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে। তার সহযোগি মনা একই এলাকার ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সীতাকুণ্ড থানার এসআই নাসুরুল উল্লাহ এইর প্রতিবেদককে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার করার লক্ষ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করলে জাফর আলী ও আব্দুল্ মান্নানকে আটক করা হয়। এই সময় তার দেহ তল্লাশি করে ২ হাজার ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন এই প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত জাফর সীতাকুণ্ডের আরেক ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা আছে। এছাড়া আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
শিরোনাম
চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৪:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- ।
- 119
জনপ্রিয় সংবাদ





















