মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণনা প্রদান, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগীতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের আয়োজনে দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয়ের মাঠে কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগীতার অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণনা প্রদান ও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আফরোজা আক্তার স্মৃতি পাঠাগারের সভাপতি মো.রবিউল আলম সুজনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম আজিজুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ধামশ্বর ইউনিয়নের ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাণনা ক্রেস্ট ও প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।























