নোয়াখালী জেলা সোনাইমুড়ী উপজেলার জোনুদপুরে জননী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ৪ জন আহত হয়েছে।রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী বাসের দ্রুতগামী চলাচলের কারনে এই দূর্ঘনা ঘটে।রামগঞ্জ থেকে ছেড়ে আসার পর থেকে জননী বাসের লেটটাইম শুরু হয়, লেট-টাইমে জরিমানা থাকায় জননী বাসটি দ্রুত চলাচল করে।বিভিন্ন সময় দ্রুতগামী জননী বাসের শিকার হয়েছে অসংখ্য নারী পুরুষ ও শিশুর হতাহতে ঘটনা ঘটে। জননী বাসে দ্রুতগামী চলাচলের কারনে এলাকায় আতংক বিরাজ করে।
শিরোনাম
জননী বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-৩ আহত- ৪
-
চাটখিল সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি - আপডেট সময় : ০১:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- ।
- 199
জনপ্রিয় সংবাদ





















