আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে ১৮তম ও ষষ্ঠ-দফা কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ করছে বিএনপি ও সমমনা দলগুলো। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টা থেকেই জাতীয় প্রেসক্লাব এলাকায় বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন। এরপর একে একে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এসময় তিনি অবৈধ সরকারের পদত্যাগ দাবি করেন। এ কর্মসূচিতে সমমনা দলগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণঅধিকার পরিষদ, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ-ডক্টর রেজা কিবরিয়া, লেবার পার্টি। এসময় এসব দলের নেতাকর্মীদের সরকারকে ভোট চোর ও পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। এরপর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।
শিরোনাম
বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ জাতীয় প্রেস ক্লাবের সামনে
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- ।
- 190
জনপ্রিয় সংবাদ
























