আসন্ন দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া- রাজাপুর) আসনে নির্বাচনী গনসংযোগ ও পথসভা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। তিনি গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) দিনবর উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের বাইপাস মোড়, জয়খালী শ্রীমন্তের হাওলা, চিংড়াখালী মিঞাজী দরবার শরীফ, আমরিবুনিয়া বাজার, হেতালবুনিয়া বাজার, বটতলা বাজার, এবং চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজার, বানাই বাজার ও পাটিখালঘাটা ইউনিয়নের তারাবুনিয়ার বাজার গণসংযোগ করেন ও পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় শাহজাহান ওমর উপস্থিত ভোটারদের কাছে বলেন এ অঞ্চলে আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল থাকতে পারবে না। এবারের নির্বাচনকে হালকা ভাবার কোন সুযোগ নেই, এবারের নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর। শাহজাহান ওমর আরো বলেন, এখানে যদি আমরা ৬০/৭০ ভাগ ভোট না দেখাতে না পারি তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই
নির্বাচনের দিন নারী পুরুষ সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান। এসময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট সঞ্জিব কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ মো. আবদুল জলিল মিয়াজী, বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. জাকির হোসেন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, নৌকা মার্কার প্রার্থীর ভাই ড. মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মো. তরুন সিকদার, বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কাওসার আহমেদ জেনিব, জেলা পরিষদের সদস্য এসএম ফায়জুল আলম সিদ্দিকী ফিরোজ, সাবেক জেলা পরিষদ সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, লায়ন এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দীন বাচ্চু সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা মো. ইমরান জমাদ্দার, উপজেলা আ. লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আজাদুল ইসলাম
জমাদ্দার, উপজেলা ছাত্র লীগের সভাপতি জিসান সিকদার, সাধারণ সম্পাদক মো. মাসুদ খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী একান্ত সহকারী সচিব মো. আতিকুর রহমান রুবেল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন শাহীন মোল্লা, সাধারন সম্পাদক ফাহিম সিকদার, আওয়ামী লীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান মুকুল, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান বশির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক
সম্পাদক মো. ইলিয়াস মিয়া, মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হাসিব ভুট্রো, ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহসভাপতি সাদিয়া জাহান সাথী ও কাজল বেগমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মঞ্জুরুল কবির পারভেজ জমাদ্দার ও চেচঁরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ জমাদ্দার সভাপতিত্বে এবং সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. রোকন সিকদার ও চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুলের সঞ্চালনায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম
এ অঞ্চলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল থাকতে পারবে না : শাহজাহান
-
ঝালকাঠি প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- ।
- 137
জনপ্রিয় সংবাদ






















