কুমিল্লার মুরাদনগর উপজেলায় উঠান বৈঠকে উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ায় শনিবার বিকেলে নৌকার প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনকে শোকজ করা হয়েছে।
শোকজ করেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ কানিজ তানিয়া রুপা।
নোটিশে বলা হয়, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুরাদনগর ২৯ডিসেম্বর প্রেরিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আপনি ইউসুফ আবদুল্লাহ হারুন মুরাদনগর উপজেলার রহিমপুর ঈদগাহ মাঠে উঠান বৈঠকে ঈদগাহ ও কবরস্থান উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকার তাৎক্ষণিক অনুদান প্রদান করেন।
এছাড়া ধাপে ধাপে ২৫ লক্ষ টাকার অনুদানের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচিতের প্রার্থনা করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ কেন প্রতিবেদন প্রেরণ করা হবেনা তৎমর্মে জবাবসহ স্ব-শরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। আগামী ০২ জানুয়ারি যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালত, কুমিল্লায় হাজির হতে হবে।

























