বন্দরনগরী চট্টগ্রামের ইপিজেড থানাধীন কলসিদিঘী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন দুইটি ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট।
গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩ টা ১৫ মিনিটের দিকে কলসিদিঘীর পকেটগেইট সংলগ্ন কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘হঠাৎ করেই আগুন আগুন চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি আগুনের লেলিহান শিখা। এরপর দেখতে পাই পকেট গেইট সংলগ্ন কাঁচাবাজারে আগুনের ফুলকি। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ষ্টেশনের বিভাগীয় কন্ট্রোল রুমের অপারেটর জালাল আহমদ জানান,বিকেল ৩টা ১৫ মিনিটে আমরা আগুনের ঘটনার সংবাদ পেয়ে কয়েকটি টীম পাঠানো হয়েছে। কলসিদিঘির পকেট গেইট এলাকার একটি কাঁচাবাজারে আগুন লেগেছে। বিকাল সোয়া ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট কাজ করেছেন।
তিনি আরো্ জানান, আগুনের সূত্রপাত কেন এবং কিভাবে তা এখনো জানা যায়নি। তদন্ত করেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ও ঘর – বাড়ীর মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।


























