খাগড়াছড়িতে ৩ দিনব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার সাদাত।
এসময় জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আরিফুর রহমান। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের ৩৮ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণরা অংশ গ্রহণ করেছে


























