কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালেয়ে ভর্তি, উপস্থিতি, পরীক্ষার ফলাফল, ঝড়ে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এই মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজি কমিটির সভাপতি মোঃ একরাম হোসেন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
সহকারী শিক্ষক যুথী মারমার সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ শাহজাহান, শিক্ষক প্রতিনিধি ফাতেমা জামান চৌধুরী।
এসময় এসএমসি সহ-সভাপতি নুরুল আবছার বাবুল, অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন সুমন, মোঃ মাসুদ আলম, সহকারী শিক্ষিকা সুদীপ্তা চাকমা, তানিয়া সুলতানা মিলি সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শু/সবা


























