“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, পানছড়ি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবস্থলে বিভিন্ন ধরনের দেশীয় পিঠার বাহারি আয়োজন নজর কাড়ে সবার। নারী ও তরুণদের অংশগ্রহণে পিঠা উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত, যেখানে নারী অধিকার, নিরাপত্তা ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা সচেতনতায় এই ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শু/সবা


























