০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার হোসেন (১৫) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি এবং জকি উদ্দিন মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরের সালামের ছেলে।
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক সিরাজী জানান, সাইফুল্লাহ মনোয়ার হোসেন সুফিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিল। বৃহস্পতিবার খেজুর গাছ থেকে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন বলেন, সাইফুল্লাহ কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, খেজুর গাছ থেকে পাড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পাই। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

২০২৬ শিক্ষাবর্ষে স্কুলের ছুটিতে বড় পরিবর্তন, কমলো ১২ দিন

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পড়ে সাইফুল্লাহ মনোয়ার হোসেন (১৫) নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল্লাহ কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি এবং জকি উদ্দিন মিজি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা নুরের সালামের ছেলে।
সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক সিরাজী জানান, সাইফুল্লাহ মনোয়ার হোসেন সুফিয়া মাদ্রাসার আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র ছিল। বৃহস্পতিবার খেজুর গাছ থেকে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মিরসরাই উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন বলেন, সাইফুল্লাহ কাটাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, খেজুর গাছ থেকে পাড়ে এক কিশোর মারা যাওয়ার খবর পাই। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শু/সবা