(১ জানুয়ারি) সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনেও ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। সোমবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। তে বলা হয়, দ্বিতীয় ও তৃতীয় দিনেও ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকবে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সীতাকুন্ডে সর্বোচ্চ ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ঢাকায় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শিরোনাম
কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা : তাপমাত্রা আরো কমতে পারে
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ০১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- ।
- 67
জনপ্রিয় সংবাদ






















