০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থী এগিয়ে

নির্বাচনী প্রচারণায় রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থী এগিয়ে রয়েছে। দেশে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তিনি রংপুর (সদর-সিটি কর্পোশেনের একাংশ) নিয়ে গঠিত রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের প্রার্তী আনোয়ারা ইসলাম রানী জাপার চেয়ারম্যান জিএম কাদের এর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজ পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রানী। আর ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় খুশি তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরাও। এবারের ভোটার তালিকা অনুযায়ী রংপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৪ জন। তবে জেলার অন্তত চার শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা সূত্রে জানা যায়, রংপুর জেলার চার শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ২৪ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে নিজ লিঙ্গ পরিচয়ে ভোট দেবেন। ভোটার তালিকা অনুযায়ী রংপুর-১ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন, রংপুর-২ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন, রংপুর-৩ আসনে ২ জন, রংপুর-৪ আসনে ৪ জন, রংপুর-৫ আসনে ৪ জন এবং রংপুর-৬ আসনে রয়েছে তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। তবে যারা তৃতীয় লিঙ্গের
ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি তাদের অনেকেই নারী-পুরুষ পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে পরিচিত মানুষদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও এতোদিন নারী বা পুরুষ পরিচয় বহন করেই নথিভুক্ত হতে হয়েছে।  ২০১৩ সালে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সমাজের অবহেলিত এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্যে ২০০৯ সালে ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন গড়ে উঠে। তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও সংগঠনের সাধারণ স¤পাদক মারুফা আক্তার মিতু বলেন, আমরা পোশাক পরি নারীদের, কিন্তু ভোট দিতাম পুরুষের নামে। এতে আমরা মন থেকে আনন্দ পেতাম না। এবারই আমাদের মধ্য থেকে প্রথমবার অনেকেই নিজস্ব পরিচয়ে ভোট দেবেন। এটা শুধু আনন্দের নয় আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবার একটি অংশ। তিনি বলেন, আমাদের একজন এবার সংসদ নির্বাচনেও  তিদ্বন্দ্বিতা করছেন। সমাজ ও রাষ্ট্র আমাদেরকে একটু সহানুভূতি ও সহযোগিতা করলে আমরাও অন্য আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবো, একই সঙ্গে জনসেবামূলক কর্মকান্ডে নিজেদের যোগ্যতার প্রমাণ করতে পারবো। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, ইতোপূর্বে অনেক নির্বাচনে হিজড়ারা পুরুষ ও নারী পরিচয়ে তাদের ভোট দিয়েছেন। তিনি সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হিজড়া পরিচয়ে তার ভোট দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এবারই প্রথম হিজড়া পরিচয়ে তাদের অনেকেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। বিষয়টি তাদের জন্য অনেক বেশি আনন্দের। তিনি আরও বলেন, আমরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর একাংশ। মানুষ আগে তাদের যেভাবে দেখতো, এখন সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন। ভাটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছেন। এখন তৃতীয়
লিঙ্গের জনগোষ্ঠীও দেশের জন্য, সমাজের জন্য কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার তিনি অংশ নিয়েছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্বগোত্রীয় মানুষকে মূলধারায় চালিত করতে তিনি সকল ধরনের পদক্ষেপ নেবেন। সেই সঙ্গে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেবেন। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুরের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২৪ লক্ষ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১২ লক্ষ ২০
হাজার ৩৯৪ জন। পুরুষ ১২ লাখ ১২ হাজার ৮৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৪ জন। জেলার ৮৫৮টি ভোট কেন্দ্রে ৫ হাজার ১৭৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

নির্বাচনী প্রচারণায় রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থী এগিয়ে

আপডেট সময় : ০২:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

নির্বাচনী প্রচারণায় রংপুরে তৃতীয় লিঙ্গের প্রার্থী এগিয়ে রয়েছে। দেশে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তিনি রংপুর (সদর-সিটি কর্পোশেনের একাংশ) নিয়ে গঠিত রংপুর-৩ আসনে তৃতীয় লিঙ্গের প্রার্তী আনোয়ারা ইসলাম রানী জাপার চেয়ারম্যান জিএম কাদের এর প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিজ পরিচয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রানী। আর ভোট প্রদানের অধিকার প্রতিষ্ঠিত হওয়ায় খুশি তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরাও। এবারের ভোটার তালিকা অনুযায়ী রংপুর জেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৪ জন। তবে জেলার অন্তত চার শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা সূত্রে জানা যায়, রংপুর জেলার চার শতাধিক হিজড়া তাদের পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তনের আবেদন করেছিলেন। ২৪ জন তাদের জাতীয় পরিচয়পত্রে লিঙ্গ পরিবর্তন করতে পেরেছেন। যারা এবারের সংসদ নির্বাচনে নিজ লিঙ্গ পরিচয়ে ভোট দেবেন। ভোটার তালিকা অনুযায়ী রংপুর-১ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন, রংপুর-২ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন, রংপুর-৩ আসনে ২ জন, রংপুর-৪ আসনে ৪ জন, রংপুর-৫ আসনে ৪ জন এবং রংপুর-৬ আসনে রয়েছে তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। তবে যারা তৃতীয় লিঙ্গের
ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি তাদের অনেকেই নারী-পুরুষ পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশে তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে পরিচিত মানুষদের লিঙ্গ পরিচয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পরও এতোদিন নারী বা পুরুষ পরিচয় বহন করেই নথিভুক্ত হতে হয়েছে।  ২০১৩ সালে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। ভোটার তালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সমাজের অবহেলিত এ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে লক্ষ্যে ২০০৯ সালে ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন গড়ে উঠে। তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য ও সংগঠনের সাধারণ স¤পাদক মারুফা আক্তার মিতু বলেন, আমরা পোশাক পরি নারীদের, কিন্তু ভোট দিতাম পুরুষের নামে। এতে আমরা মন থেকে আনন্দ পেতাম না। এবারই আমাদের মধ্য থেকে প্রথমবার অনেকেই নিজস্ব পরিচয়ে ভোট দেবেন। এটা শুধু আনন্দের নয় আমাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাবার একটি অংশ। তিনি বলেন, আমাদের একজন এবার সংসদ নির্বাচনেও  তিদ্বন্দ্বিতা করছেন। সমাজ ও রাষ্ট্র আমাদেরকে একটু সহানুভূতি ও সহযোগিতা করলে আমরাও অন্য আর দশটা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবো, একই সঙ্গে জনসেবামূলক কর্মকান্ডে নিজেদের যোগ্যতার প্রমাণ করতে পারবো। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী বলেন, ইতোপূর্বে অনেক নির্বাচনে হিজড়ারা পুরুষ ও নারী পরিচয়ে তাদের ভোট দিয়েছেন। তিনি সর্বশেষ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হিজড়া পরিচয়ে তার ভোট দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এবারই প্রথম হিজড়া পরিচয়ে তাদের অনেকেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। বিষয়টি তাদের জন্য অনেক বেশি আনন্দের। তিনি আরও বলেন, আমরা সমাজের অবহেলিত জনগোষ্ঠীর একাংশ। মানুষ আগে তাদের যেভাবে দেখতো, এখন সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন। ভাটাধিকার প্রয়োগের সুযোগ দিয়েছেন। এখন তৃতীয়
লিঙ্গের জনগোষ্ঠীও দেশের জন্য, সমাজের জন্য কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার তিনি অংশ নিয়েছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্বগোত্রীয় মানুষকে মূলধারায় চালিত করতে তিনি সকল ধরনের পদক্ষেপ নেবেন। সেই সঙ্গে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেবেন। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুরের ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২৪ লক্ষ ৩২ হাজার ৫০৫ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছে ১২ লক্ষ ২০
হাজার ৩৯৪ জন। পুরুষ ১২ লাখ ১২ হাজার ৮৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২৪ জন। জেলার ৮৫৮টি ভোট কেন্দ্রে ৫ হাজার ১৭৬টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে।