যশোরের ১০ নম্বর শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতাকে খুনের হুমকি দেয়া হয়েছে। নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিনের পক্ষে ভোট করায় ক্ষিপ্ত হয়ে সতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন মুঠোফোনে তাকে এই হুমকি দেন বলে দাবি করেছেন। হুমকির ঘটনায় চেয়ারম্যান তোতা শার্শা থানায় জিডি করেছেন। বর্তমানে তিনি জীবনাশঙ্কায় ভুগছেন।
জিডিতে তিনি বলেছেন, ৩০ ডিসেম্বর রাত ১২ টার দিকে ০১৭১৫০০৭২০০ নম্বর মোবাইল ফোন থেকে তার নিজের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন করে ফেলার হুমকি দিয়ে ফোন কেটে দেয়।
এ বিষয়ে কবির উদ্দীন তোতা সবুজ বাংলাকে বলেছেন, নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালানোয় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন অন্য মোবাইল ফোন থেকে তাকে হত্যার হুমকি দিয়েছে। তার গলা তিনি সরাসরি বুঝতে পেরেছেন।
তিনি বলেছেন, নৌকা মার্কার প্রার্থী এমপি মহোদয়ের সাথে ভোট করতে উপজেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। যারা আওয়ামী লীগ করে তাদের বাড়িতে গিয়ে নৌকার ভোট চাচ্ছি এতে লিটন আমার ওপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত। আগে লোক মারফত বিভিন্ন কথা বলেছে, কিন্তু সরাসরি কোনদিন বলিনি। কাল ১২ টার সময় অন্য মোবাইল দিয়ে আামকে প্রথমেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বলে ৭ তারিখের আগেই তোর মার্ডার করে দেব। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

























