কুষ্টিয়া পৌরসভার জগতি দরগাহতলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বৃদ্ধার নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, নিহত ওই অজ্ঞাত বৃদ্ধার মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি জগতি রেলস্টেশন সংলগ্ন দরগাহতলা এলাকায় প্রবেশের সময় ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম ও পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে৷






















