একাধারে গায়ক ও অভিনেতা তাহসান খান। দুই মাধ্যমেই পেয়েছেন সমান জনপ্রিয়তা। তার ঝুলিতে যেমন শ্রোতাপ্রিয় গান আছে, তেমন আছে ভালো লাগার কিছু নাটক।
তবে তাহসান এখন অভিনয়ে নিয়মিত নন। কিন্তু কেন? নতুন বছরের প্রথম দিন একটি সংগীতানুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে এই প্রশ্নের উত্তর দেন তিনি।
তাহসান বলেন, ‘আমি ২০ বছর ধরে কাজ করছি। নিজেকেই নিজের বিরতি নিতে হয়। যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালো লেগেছে বলেই ভালোবাসেন। যখন মনে হয় কাজ একঘেয়েমি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো কাজ হচ্ছে না, তখন নিজেকেই থামিয়ে দিতে হয়।’
তিনি আরো বলেন, ‘দেড় বছর আগে মনে হয়েছে ইউটিউব নির্ভর কাজ আগের মতো আর ভালো হচ্ছে না। যার কারণে তখন থেকে আর কাজ করছি না। তবে বর্তমানে ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো গল্প ও পরিচালক হলে ওটিটিতে কাজ করব। ভালো কাজের অপেক্ষায় আছি।’
বর্তমানে অভিনয়ের চেয়ে গানকেই বেশি প্রধান্য দিচ্ছেন তাহসান। এটিই তার প্রথম ভালো লাগা।


























