০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বেড়েছে ডাল ও মুরগির দাম

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডাল ও মুরগির দাম। তবে কমেছে গাজর,
টমেটোসহ কিছু সবজির দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে ডিম, চাল ও চিনির বাজার। রংপুর
নগরীর বিভিন্ন বাজারে দেখা যায়, খোলা চিনি গত সপ্তাহের দরেই ১৪৫-১৫০ টাকা, প্যাকেট
আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৫০ টাকা, ছোলাবুট ৮০ টাকা থেকে বেড়ে ৯৫-১০০ টাকা,
প্যাকেট ময়দা ৭০ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, মসুর ডাল (চিকন) ১৩৫-১৪০ টাকা,
মুগডাল ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ১৭০-১৮০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা থেকে বেড়ে
১১০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। খুচরা বাজারে প্রতিকেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রয়
হচ্ছে ৮০-৯০ টাকায়। এছাড়া মুরগির ডিমের হালি গত সপ্তাহের দরেই ৪০-৪২ টাকায় বিক্রয় করা
হচ্ছে। নতুন কার্ডিনাল আলু বিক্রয় হচ্ছে ৫৫-৬০ টাকা, শিল আলু (পুরাতন) ১০০-১১০ টাকা,
নতুন গ্রানুলা আলু ৪৫-৫০ টাকা, সাদা পাকরি আলু ৫৫-৬০ টাকা এবং নতুন ঝাউ আলু ৮০
টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। কাঁচামরিচ আগের মতোই ৭০-৮০ টাকা, দেশি আদা ২৩০-২৪০
টাকা, প্রতিকেজি টমেটো ৭০-৮০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, গাজর ৭০-৮০ টাকা থেকে
কমে ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, মাঝারি এবং গোল বেগুন ৪৫-৫০ টাকা, পেঁপে
আগের মতোই ২৫-৩০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি অপরিবর্তীত ৩৫-৪০ টাকা, লেবু
প্রতিহালি ১০-১২ টাকা, শুকনো মরিচ আগের মতোই ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ
(আকারভেদে) ৪০-৬০ টাকা, ধনেপাতা ৪০-৫০ টাকা, কাঁচকলা প্রতিহালির দাম ২৫-৩০ টাকা,
প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, শিম ৪০-৫০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, ফুলকপি
২০-২৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, দেশি রসুন ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবধরনের
শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রয় হচ্ছে। ছোলা বুট ও ডালের দাম দুদিন থেকে বেড়েছে।
পাইকারিতে প্রায় সব ধরনের ডালের দাম ৫-১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০-৩০০ টাকা থেকে বেড়ে ৩১০-
৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। গরুর মাংস আগের মতোই
৬৫০-৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এক লিটার বোতলজাত
সয়াবিন ১৭৩ টাকা এবং দুই লিটার ৩৪৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রয়
হচ্ছে। স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতোই ৪৮-৫০ টাকা, পাইজাম ৫৩-৫৫ টাকা, জিরাশাইল
৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৬৮-৭০ টাকা ও নাজিরশাইল সামান্য কমে ৭৮-৮০
টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা,
কারফু ২০০-২২০ টাকা, পাঙ্গাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা,
বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং
গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

রংপুরে বেড়েছে ডাল ও মুরগির দাম

আপডেট সময় : ০২:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

রংপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডাল ও মুরগির দাম। তবে কমেছে গাজর,
টমেটোসহ কিছু সবজির দাম। এছাড়া অপরিবর্তীত রয়েছে ডিম, চাল ও চিনির বাজার। রংপুর
নগরীর বিভিন্ন বাজারে দেখা যায়, খোলা চিনি গত সপ্তাহের দরেই ১৪৫-১৫০ টাকা, প্যাকেট
আটা ৫৫-৬০ টাকা, খোলা আটা ৫০ টাকা, ছোলাবুট ৮০ টাকা থেকে বেড়ে ৯৫-১০০ টাকা,
প্যাকেট ময়দা ৭০ টাকা, মসুর ডাল (মাঝারি) ১২০ টাকা, মসুর ডাল (চিকন) ১৩৫-১৪০ টাকা,
মুগডাল ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ১৭০-১৮০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা থেকে বেড়ে
১১০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। খুচরা বাজারে প্রতিকেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রয়
হচ্ছে ৮০-৯০ টাকায়। এছাড়া মুরগির ডিমের হালি গত সপ্তাহের দরেই ৪০-৪২ টাকায় বিক্রয় করা
হচ্ছে। নতুন কার্ডিনাল আলু বিক্রয় হচ্ছে ৫৫-৬০ টাকা, শিল আলু (পুরাতন) ১০০-১১০ টাকা,
নতুন গ্রানুলা আলু ৪৫-৫০ টাকা, সাদা পাকরি আলু ৫৫-৬০ টাকা এবং নতুন ঝাউ আলু ৮০
টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। কাঁচামরিচ আগের মতোই ৭০-৮০ টাকা, দেশি আদা ২৩০-২৪০
টাকা, প্রতিকেজি টমেটো ৭০-৮০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, গাজর ৭০-৮০ টাকা থেকে
কমে ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৩০-৩৫ টাকা, মাঝারি এবং গোল বেগুন ৪৫-৫০ টাকা, পেঁপে
আগের মতোই ২৫-৩০ টাকা, করলা ৭০-৮০ টাকা, বরবটি অপরিবর্তীত ৩৫-৪০ টাকা, লেবু
প্রতিহালি ১০-১২ টাকা, শুকনো মরিচ আগের মতোই ৫৫০-৬০০ টাকা, প্রতিপিস লাউ
(আকারভেদে) ৪০-৬০ টাকা, ধনেপাতা ৪০-৫০ টাকা, কাঁচকলা প্রতিহালির দাম ২৫-৩০ টাকা,
প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩৫-৪০ টাকা, শিম ৪০-৫০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকা, ফুলকপি
২০-২৫ টাকা, মুলা ১০-১৫ টাকা, দেশি রসুন ৩০০-৩২০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সবধরনের
শাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রয় হচ্ছে। ছোলা বুট ও ডালের দাম দুদিন থেকে বেড়েছে।
পাইকারিতে প্রায় সব ধরনের ডালের দাম ৫-১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় খুচরা বাজারে দাম বেড়েছে।
ব্রয়লার মুরগির দাম বেড়ে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৮০-৩০০ টাকা থেকে বেড়ে ৩১০-
৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৪০-৪৫০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। গরুর মাংস আগের মতোই
৬৫০-৭২০ টাকা এবং খাসির মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। এক লিটার বোতলজাত
সয়াবিন ১৭৩ টাকা এবং দুই লিটার ৩৪৬ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৮০ টাকায় বিক্রয়
হচ্ছে। স্বর্ণা (মোটা) চাল গত সপ্তাহের মতোই ৪৮-৫০ টাকা, পাইজাম ৫৩-৫৫ টাকা, জিরাশাইল
৫৮-৬০ টাকা, বিআর-২৮ ৬৩-৬৫ টাকা, মিনিকেট ৬৮-৭০ টাকা ও নাজিরশাইল সামান্য কমে ৭৮-৮০
টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে। আকারভেদে রুইমাছ ২৫০-৩৫০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা,
কারফু ২০০-২২০ টাকা, পাঙ্গাস ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতল ৪০০-৪৫০ টাকা,
বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং
গছিমাছ ৮০০-১০০০ টাকা কেজি দরে বিক্রয় করা হচ্ছে।