১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে দলীয় নেতাকর্মী
ছাড়াও আমেরিকা প্রবাসী কন্যাসহ দুইকন্যাকে সঙ্গে নিয়ে নির্বাচনী
প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন অষ্টম বারের মতো আওয়ামী লীগের নৌকার
প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পিতার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিয়ে বাবাকে জেতাতে
সুদূর আমেরিকা থেকে দেশে এসেছেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি’র জ্যেষ্ঠ কন্যা, দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর
সদস্য ফারহানা রহমান মুক্তা। ফারহানা রহমান মুক্তা তার ছোটবোন ফারজানা
রহমান সিমলাকে সঙ্গে নিয়ে কখনো বাবার সঙ্গে আবার কখনো দুইবোন এক
সঙ্গে আবার কখনো পৃথক পৃথকভাবে বাবার জন্য গণসংযোগ, উঠান বৈঠকসহ
পথসভা ও নির্বাচনী সভা-সমাবেশে যোগ দিয়ে নৌকা প্রতীকে পক্ষে ভোট
প্রার্থনা করছেন। এলাকার লাগাতার সাত বারের এমপি কন্যাদ্বয়কে পেয়ে
সর্বস্থলেই ব্যাপক জনসমাগম ঘটছে ভোটারদের। সংবর্ধিত হচ্ছেন গ্রামীণ
নারীদের কাছে। সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত নির্বাচনী এলাকার
বিভিন্ন প্রান্তে অবিরাম চলছে দুইবোনের নির্বাচনী প্রচার-প্রচারনা।
একইভাবে ১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের
লাগাতার সাত বারের জাতীয় সংসদ সদস্য, দশ বছরের মন্ত্রী বর্তমানে প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর
জেলা আওয়ামী লীগের সভাপতি অষ্টম বারের মতো আওয়ামী লীগের মনোনিত
নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার
এমপি তাঁর দুই মেয়ে ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান সিমলাকে সঙ্গে
নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। চলমান তীব্র শীতকে উপেক্ষা করে
প্রতিদিন সকাল থেকে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত সময়সীমার
মধ্যে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার গ্রাম-পাড়া-মহল্লাসহ স্কুল, কলেজ,
হাটবাজারসহ সাধ্যমতো বাড়ী বাড়ী গিয়ে এলাকার উন্নয়নসহ দেশের
উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন
তারা। দলীয় নেতাকর্মীদের সঙ্গে সঙ্গে এমপি কন্যাদ্বয়ের সরব প্রচার প্রচারনায়
এলাকায় নির্বাচনের নতুন চমক সৃষ্টি হয়েছে। এই আসনে জাতীয় পার্টি,
এনএনপিসহ স্বতন্ত্র প্রার্থী মিলে চারজন প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচার
প্রচারনায় অনেকটাই এগিয়ে রয়েছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ এলাকার
মাটি ও মানুষের নেতা হিসেবে খ্যাত মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’র
নৌকা।
নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি’র ছোট মেয়ে ফারজানা রহমান সিমলা বলেন, যেহেতু আমাদের
নিজের ভাই নেই। বাবার সন্তান বলতে আমরা দুইবোন। তাই বিগত নির্বাচন
থেকেই বাবার সঙ্গে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিচ্ছি। বাবাকে
এলাকার মানুষ কতটা ভালোবাসে, শ্রদ্ধা করে তার প্রমান আমরা গ্রাম-পাড়া-
মহল্লায় গেলে এলাকাবাসী আমাদের ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান। আমাদের
বাবা একজন ভালো মানুষ এজন্য এমপি কন্যা হিসেবে আমরা নিজেদের
গর্ববোধ করি। এলাকার ভোটাররা বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে অষ্টম বারের
মতো বাবাকে এমপি হিসেবে জয়ী করবেন এতে কোনো সন্দেহ নেই।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান
বাবুল বলেন, আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এলাকার মাটি ও
মানুষের নেতা। প্রতিপক্ষরাও আমাদের নেতার বিরুদ্ধে অনিয়ম কিংবা দুর্নীতি
কোন অভিযোগ আনবে না। কারণ আমাদের নেতা নির্লোভ ও মানবিক মানুষ।
এলাকার মানুষের ভালোবাসা আর ভালো লাগার জন্য লাগাতার সাত বার অর্থাৎ ৩৫
বছর ধরে এলাকার মানুষের এমপি হিসেবে কাজ করছেন। এজন্য আওয়ামী লীগ
সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাগাতারভাবে আমাদের নেতার প্রতি আস্থা
রেখে বারংবার নৌকা প্রতীক দিয়ে মনোনয়ন দিচ্ছেন। অষ্টম বারের মতো নেতাকে
এমপি হিসেবে সংসদে পাঠানোর জন্য উপজেলার দলীয় নেতাকর্মীরা নিরলসভাবে
নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অবশ্যই এবারও আমরা বিপুল
ভোটের ব্যবধানে জয়ী হবো।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য আমেরিকা
প্রবাসী এমপি কন্যা ফারহানা রহমান মুক্তা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায়
রাখাসহ অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭
জানুয়ারি এলাকার সম্মানিত ভোটাররা নৌকা প্রতীকে ভোটদানের মধ্যমে
নৌকার প্রার্থীকে বিজয়ী করে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের উপযুক্ত
জবাব দেবেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধবা, স্বামী পরিত্যক্তা, বয়স্ক,
প্রতিবন্ধী, মাতৃত্বকালীনসহ নানা ধরনের ভাতা সৃষ্টি করে ব্যাপক জনগোষ্ঠীকে
আর্থিক সুবিধার আওতায় এনেছেন। ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎসহ
ইন্টারনেট সুবিধা। দেশের পদ্মাসেতু, কর্ণফুলি টার্নেল, মেট্রোরেলসহ মেগা
প্রকল্পগুলো শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বাস্তবায়ন করতে পারতো না। এজন্য শেখ
হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত
রাখতে নৌকাকে বিজয়ী করার বিকল্প নেই। তবে নৌকা প্রতীকের প্রার্থী তাঁর
পিতা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি অষ্টম বারের মতো বিপুল ভোটের
ব্যবধানে জয়ী হয়ে অষ্টম বারের মতো সংসদের আসনে বসবেন এমনটাই সর্বস্তরের
নারী ও পুরুষ ভোটারদের অভিমত।


























