ব্যস্ততা নুসরাত ফারিয়াকে দেয় না অবসর। ঢাকা-কলকাতা মিলিয়ে শুটিংয়ে দম ফেলার ফুরসত পান না এ নায়িকা। এর মাঝে শোরুম উদ্বোধন আর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া তো আছেই। এদিকে পুরোনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে সবাই। নানান ধরনের পরিকল্পনার কথা বলছেন সবাই। ফারিয়াও এর ব্যতিক্রম নন। এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ‘নতুন বছরে মূল ফোকাস থাকবে ক্যারিয়ারে। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই, যা দর্শকদের কাছে নতুন এক ফারিয়ার পরিচয় করিয়ে দেবে।’ ফারিয়া ২০২০ সালের মার্চে খুব আয়োজন করে বাগদান করেছিলেন রনি রিয়াদ রশিদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তিন বছর পর সেই সম্পর্কচ্ছেদের ঘোষণা দেন এই অভিনেত্রী।
নতুন বছরে বিয়ের পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ফারিয়া বলেন, ‘এ বছর অন্য কোনো দিকে তাকানোর সময় নেই। প্রেম, বিয়ে এমন কোনো সম্পর্কেই জড়াতে চাই না। বিয়ের চিন্তা-ভাবনা করলেও সেটি আগামী বছর।
আমি জানি, এ বছরও বিয়ে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই আগে থেকেই জানিয়ে দিলাম, চলতি বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই। ২০২৪ সালটি শুধু কাজের মধ্যেই থাকতে চাই। এর বাইরে আর কিছুই না।’ নুসরাত ফারিয়ার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা হলো ‘মুজিব : একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের আলোকে নির্মিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে দেখা গেছে তাকে।
এছাড়া সর্বশেষ কাজ করেছেন ‘ফুটবল-৭১’ সিনেমায়। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস। এটি সরকারি অনুদানের সিনেমা।


























