০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির কর্মসূচিতে নিজ দলের নেতাকর্মীরাও সাড়া দিচ্ছে না : হানিফ

  • সবুজ বাংলা
  • আপডেট সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • 988
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই৷
তিনি বলেন, নাশকতা ছাড়া আর কোনো অস্ত্র নেই বিএনপির হাতে। তাদের নির্বাচন বয়কটের আহ্বানে সাধারণ জনগণ সাড়া দিচ্ছে না। এমনকি বিএনপির নেতাকর্মীরাও তাদের এ সিদ্ধান্ত মানছেন না। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটের মাঠেও রয়েছে।
আজ ৫ শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন হানিফ। এ সময় দলীয় নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। নাশকতার কারণে কঠিন পরিণতি হবে তাদের। দু-একটি চোরাগোপ্তা নাশকতা করা যেতে পারে কিন্তু তা করে কেউ পার পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।’
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি কি করবে, না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে কারো কোন ভাবনা নেই, জনগণের ভাবনা এখন নির্বাচন নিয়ে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল৷ তারা লিফলেট বিতরন করলেও যা, না করলেও তা।’
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর থেকে বুলেটপ্রুফ বাসে পূর্বাচলের সংবর্ধনায় যাচ্ছেন তারেক রহমান

বিএনপির কর্মসূচিতে নিজ দলের নেতাকর্মীরাও সাড়া দিচ্ছে না : হানিফ

আপডেট সময় : ০৯:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির কর্মসূচিতে তাদের নিজ দলীয় নেতা-কর্মীদের সাড়া নেই৷
তিনি বলেন, নাশকতা ছাড়া আর কোনো অস্ত্র নেই বিএনপির হাতে। তাদের নির্বাচন বয়কটের আহ্বানে সাধারণ জনগণ সাড়া দিচ্ছে না। এমনকি বিএনপির নেতাকর্মীরাও তাদের এ সিদ্ধান্ত মানছেন না। তারা বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোটের মাঠেও রয়েছে।
আজ ৫ শুক্রবার দুপুরে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন হানিফ। এ সময় দলীয় নেতাকর্মী ও নির্বাচনী এজেন্টরা উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, ‘বিএনপি সন্ত্রাসী দল। নাশকতার কারণে কঠিন পরিণতি হবে তাদের। দু-একটি চোরাগোপ্তা নাশকতা করা যেতে পারে কিন্তু তা করে কেউ পার পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে।’
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি কি করবে, না করবে সেটা তাদের ব্যাপার, তাদের নিয়ে কারো কোন ভাবনা নেই, জনগণের ভাবনা এখন নির্বাচন নিয়ে। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল৷ তারা লিফলেট বিতরন করলেও যা, না করলেও তা।’