রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনের অন্তর্গত। দিন সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। এসময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান। ভোট দেওয়ার আগে ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় অন্য সাধারণ ভোটারের মতো শেখ হাসিনারও আঙ্গুলেও অমোচনীয় কালি দিয়ে মার্ক করে দেওয়া হয়।
শিরোনাম
ভোট দিলেন প্রধানমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় : ১১:২১:১০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- ।
- 73
জনপ্রিয় সংবাদ
























