০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জয়ে আশাবাদী চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থীরা

গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পর চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক আসনের নৌকা প্রতীক নিয়ে বার বার নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ পদুয়া ইউনিয়নের নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
এছাড়া তিনি এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে উপস্থিত ভোটারদের কাছে নৌকা প্রতীকে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। এতে বিএনপির ভোট বর্জনের ডাক একেবারেই নিস্তব্ধ হয়ে গেছে। নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার চলমান উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে সকল রাষ্ট্রিয় দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড. হাছান মাহমুদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল পৌনে ১০টায় আনোয়ারার হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে তিনি ভোট দেন । সাইফুজ্জামান চৌধুরী জাবেদ  সবুজ বাংলাকে বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর নগরীর আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমৃদ্ধ রাউজান ও স্বপ্নের মডেল উপজেলা গড়ার লক্ষ্যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এই উপজেলায়। চলমান রয়েছে আরও হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ভোট দিয়েছেন।  সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর নিজ কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর খাদিজাতুল আনোয়ার সনি বলেন, কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ও অশান্তি চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে চাই। সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাই।

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

জয়ে আশাবাদী চট্টগ্রামের হেভিওয়েট প্রার্থীরা

আপডেট সময় : ০৭:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পর চট্টগ্রাম – ৭ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক আসনের নৌকা প্রতীক নিয়ে বার বার নির্বাচিত সংসদ সদস্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ পদুয়া ইউনিয়নের নিজ ভোট কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
এছাড়া তিনি এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে উপস্থিত ভোটারদের কাছে নৌকা প্রতীকে নিজের জন্য ভোট প্রার্থনা করেন। ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। এতে বিএনপির ভোট বর্জনের ডাক একেবারেই নিস্তব্ধ হয়ে গেছে। নির্বাচিত হলে রাঙ্গুনিয়ার চলমান উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে সকল রাষ্ট্রিয় দায়িত্ব পালন করার দৃঢ় প্রত্যয় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ড. হাছান মাহমুদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল পৌনে ১০টায় আনোয়ারার হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে তিনি ভোট দেন । সাইফুজ্জামান চৌধুরী জাবেদ  সবুজ বাংলাকে বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন। সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর নগরীর আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর কেন্দ্রে যান তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সমৃদ্ধ রাউজান ও স্বপ্নের মডেল উপজেলা গড়ার লক্ষ্যে বিশাল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে এই উপজেলায়। চলমান রয়েছে আরও হাজার হাজার কোটি টাকার অসংখ্য ছোট, বড় উন্নয়ন প্রকল্প।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ভোট দিয়েছেন।  সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর নিজ কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পর খাদিজাতুল আনোয়ার সনি বলেন, কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা ও অশান্তি চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে চাই। সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাই।