গোপালগঞ্জের তিনটি আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নির্বাচনী আসন ঃ ২১৫ (গোপালগঞ্জ-১) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. ফারুক খান ১ লাখ ১৮ হাজার ৭৫৭ ভোট পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব ছিলেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোঃ কাবির মিয়া। তিনি পেয়েছেন ১লাখ ৮ হাজার ৯৩৪ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮২২ জন। মোট প্রার্থী ছিলেন ৫ জন। নির্বচনী আসনঃ ২১৬ (গোপালগঞ্জ-২) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম নৌকা প্রতীকে ২ লাখ ৯৫ হাজার ২৯১ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে তাঁর সাথে অন্য কোন প্রার্থীর প্রতিদ্বন্দীতা হয়নি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাতীয় পার্টির কাজী শাহীন। তার প্রাপ্ত ভোট ১হাজার ৫১৪ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৩৩ জন। মোট প্রার্থী ছিলেন ৬ জন। জাসদের ফুল মিয়া মোল্লা মশাল মার্কায় পেয়েছেন ৬২২ ভোট।
নির্বাচনী আসনঃ ২১৭ (গোপালগঞ্জ-৩) আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট (৩টি পোস্টাল ভোট সহ) পেয়ে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে শেখ হাসিনার সাথে কারো প্রতিদ্বন্দীতা হয়নি। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ সুপ্রীম পার্টির এম নিজাম উদ্দিন লস্কার (একতারা) প্রতীকে পেয়েছেন ৪৬৯ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ২৯৭ জন। মোট প্রার্থী ছিলেন ৬ জন।






















