০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস বিমান ওঠানামা বন্ধ, জীবন যাত্রা ব্যাহত

নীলফামারীর সৈয়দপুরে আজ শনিবার (১৩ জানুয়ারী) তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রী সেলসিয়াসে। ফলে কনকনে ঠান্ডায় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে কোন ফ্লাইট ওঠানামা করতে পারেনি। বেলা ১২ টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কম। গতকাল ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে ১১ টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ইউএস-বাংলার দুইটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল থেকে এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল। আকাশে ঘন কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ছে। দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সেই সাথে মৃদু শৈত্য প্রবাহের কারণে জন জীবনে দেখা দিয়েছে ভোগান্তি। কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে। হতদরিদ্র দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছ। সেই সাথে পশু পাখিও দূরাবস্থার শিকার।
এদিকে শীত জনিত রোগের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত ৬ শিশু ও ৬ জন পুরুষ। আর নিউমোনিয়ায় ৬ এবং শ্বাসকষ্টের রোগী রয়েছেন ৪জন। হাসপাতালের আরএমও নাজমুল হুদা এই তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কুয়াশা কেটে যেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত কুয়াশা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে। গত একসপ্তাহ থেকে এই অবস্থা বিরাজ করছে।
জনপ্রিয় সংবাদ

চীনে রপ্তানি বাড়েনি, বাণিজ্য ঘাটতি পাহাড়সম

সৈয়দপুরে তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস বিমান ওঠানামা বন্ধ, জীবন যাত্রা ব্যাহত

আপডেট সময় : ০৫:০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
নীলফামারীর সৈয়দপুরে আজ শনিবার (১৩ জানুয়ারী) তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রী সেলসিয়াসে। ফলে কনকনে ঠান্ডায় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে বিমানবন্দরে কোন ফ্লাইট ওঠানামা করতে পারেনি। বেলা ১২ টা পর্যন্ত বেসরকারি তিনটি ফ্লাইটের ঢাকাগামী দুই শতাধিক যাত্রী আটকা পড়েছে।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শুন্য ডিগ্রি সেলসিয়াস। যা গত দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা কম। গতকাল ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে ১১ টায় রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ১০০ মিটার।
সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, ইউএস-বাংলার দুইটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেনি। সকাল থেকে এখন পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সময়সূচি ছিল। আকাশে ঘন কুয়াশা কেটে গেলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে।
সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ছে। দিনের বেলায়ও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সেই সাথে মৃদু শৈত্য প্রবাহের কারণে জন জীবনে দেখা দিয়েছে ভোগান্তি। কর্মজীবী মানুষ পড়েছে বিপাকে। হতদরিদ্র দিনমজুর ও ছিন্নমূল জনগোষ্ঠী সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছ। সেই সাথে পশু পাখিও দূরাবস্থার শিকার।
এদিকে শীত জনিত রোগের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়েরিয়ায় আক্রান্ত ৬ শিশু ও ৬ জন পুরুষ। আর নিউমোনিয়ায় ৬ এবং শ্বাসকষ্টের রোগী রয়েছেন ৪জন। হাসপাতালের আরএমও নাজমুল হুদা এই তথ্য জানিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কুয়াশা কেটে যেতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত কুয়াশা অব্যাহত থাকবে এবং সেই সঙ্গে মধ্যরাত থেকে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বাড়বে। গত একসপ্তাহ থেকে এই অবস্থা বিরাজ করছে।