জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের তোড়জোড়। পঞ্চম ধাপের এই নির্বাচনের প্রথম পর্যায়ের তফসিল চলতি মাসেই ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে যশোর শহরে নতুন করে বইছে নির্বাচনী আমেজ। আর এই নির্বাচনে প্রার্থী হতে মাঠের রাজনীতিতে সরব রয়েছেন আওয়ামী লীগের অন্তত এক ডজন নেতা।
নির্বাচন ঘিরে যশোর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল রাজনৈতিক ভাবে তৎপর রয়েছেন। দলীয় কর্মসূচির বাইরেও ব্যক্তিগতভাবে তারা ভোটার, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রেখে চলেছেন।
এদিকে, সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হতে চান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহেদী হাসান মিন্টু, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু।
এ ছাড়াও জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী রয়েছেন দুই জন। জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মুফতি নুরুল আমিন ও সদর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মিনহাজুল আবেদিন সদর উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে চান।
যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলয়ে থাকা মেহেদী হাসান মিন্টু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার আকাঙ্খায় অনেকদিন ধরে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি অনেক দিনের। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেব।
বর্তমান চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি রয়েছে। দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেব।
উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থনা করব।
জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী বর্ণ উত্তম বলেন, দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নেব। তা না হলে যে প্রার্থী হবে তার হয়ে কাজ করব।
শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা আছে। তবে সেটি দলীয় মনোনয়নে।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বলেন, চেয়ারম্যান পদে প্রার্থীতার জন্য দলের কাছে মনোনয়ন চাইবো। মনোনয়ন পেলে প্রার্থী হব। নইলে নেত্রী যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করব। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরিফুল ইসলাম চৌধুরী সরু বলেন, জাতীয় পার্টি থেকে দুইজন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। তারা হলেন, মুফতি নুরুল আমিন ও মিনহাজুল আরেফিন।



















