০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার তারাকান্দি এলাকার জুয়েল ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ফিলিং স্টেশনের কর্মী রাসেল আহমেদ দগ্ধ হয়েছেন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ফিলিং স্টেশনটির পেট্রোল গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে স্টেশনের কর্মীরা। এর মধ্যেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। এসময় স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের খবর পেয়ে প্রথম পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়লে কিশোরগঞ্জ সদর হোসেনপুর ও আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফিলিং স্টেশনের মালিক আরিফুর রহমান মামুন সবুজ বাংলাকে বলেন, ‘আগুনে একের পর এক পেট্রোলের ড্রাম ফুটেছে। ইতোমধ্যে গোডাউনে থাকা পেট্রোলের ৪৮টি ড্রাম পুড়ে শেষ। আমার সব কিছু শেষ হয়ে গেছে।’

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আবু বকর সিদ্দিক সবুজ বাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস আগুনের মধ্যে সিনথেটিক ফোম প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি সবুজ বাংলাকে বলেন, ‘আগুনের উৎস খুঁজতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।’

জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ রবিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার তারাকান্দি এলাকার জুয়েল ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ওই ফিলিং স্টেশনের কর্মী রাসেল আহমেদ দগ্ধ হয়েছেন। তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ফিলিং স্টেশনটির পেট্রোল গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে স্টেশনের কর্মীরা। এর মধ্যেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে। এসময় স্থানীয় লোকজনও আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুনের খবর পেয়ে প্রথম পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুনের ভয়াবহতা বাড়লে কিশোরগঞ্জ সদর হোসেনপুর ও আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফিলিং স্টেশনের মালিক আরিফুর রহমান মামুন সবুজ বাংলাকে বলেন, ‘আগুনে একের পর এক পেট্রোলের ড্রাম ফুটেছে। ইতোমধ্যে গোডাউনে থাকা পেট্রোলের ৪৮টি ড্রাম পুড়ে শেষ। আমার সব কিছু শেষ হয়ে গেছে।’

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক আবু বকর সিদ্দিক সবুজ বাংলাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস আগুনের মধ্যে সিনথেটিক ফোম প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনে।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি সবুজ বাংলাকে বলেন, ‘আগুনের উৎস খুঁজতে তদন্ত চলছে। তদন্ত শেষে এ ব্যাপারে বলা যাবে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।’