০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মডেল মুরাদনগর উপহার দেবো – জাহাঙ্গীর আলম এমপি

সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতা নিয়ে মুরাদনগরকে একটি সুন্দর, একটি ড্রিম মডেল মুরাদনগর উপহার দেবার সাধ্যমত চেষ্টা করবো। জীবনের শেষ প্রান্তে এসে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি মানুষদের কিছু দেবার চেষ্টা করবো। এখান থেকে আমার নেবার কিছুই নেই। এখন আমার দেবার পালা। একটা ক্লিন মুরাদনগর গড়ার ক্ষেত্রে  ও মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় সব কিছুই করবো।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করে সংসদ সদস্য  পদে শপথ গ্রহণের ২ দিন পর  শনিবার (১৩ জানুয়ারি)   মুরাদনগর  স্থানীয় সাংবাদিকদের সাথে  নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এ কথা বলেন।

মুরাদনগরের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলে বন্ধ হয়ে যায় চাঁদাবজি। আগামী ৫ বছরে মুরাদনগরের কোনো সিএনজি অটোরিকশার স্ট্যান্ড থেকে আর  কোনো  চাঁদাবাজি  হবে না বলে কঠোর নির্দেশ দেন। মাদকমুক্ত করার লক্ষেও তিনি পর্যায় ক্রমে ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, মাদক হলো জাতির অভিশাপ। মাদক নির্মূলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। পর্যায় ক্রমে  সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত হবে মুরাদনগর। ভবিষ্যতে হবে এটি একটি ক্লিন মুরানগর।

তিনি অবমূল্যায়িত  নেতাকর্মীদের উদ্দেশে বলেন,’ সকল ভেদাভেদ ভুলে একই প্লাটফর্মে এনে দলকে আরো সুসংগঠিত করবো। কারণ এরা আমারই সৃষ্টি। আমি তো আমার সৃষ্টিকে মারতে পারি না। এদেরকে আমি ওয়েলকাম জানাই। । দীর্ঘ ২৭ বছরে কুমিল্লা  উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ছিলাম। সকল নেতাকর্মীদের মাঝে বিভাজন কমিয়ে একত্রিত করে একই প্লাটফর্মে এনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-৪১ বাস্তবায়নে এগিয়ে যাবো এটাই আমার লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

মডেল মুরাদনগর উপহার দেবো – জাহাঙ্গীর আলম এমপি

আপডেট সময় : ০৮:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতা নিয়ে মুরাদনগরকে একটি সুন্দর, একটি ড্রিম মডেল মুরাদনগর উপহার দেবার সাধ্যমত চেষ্টা করবো। জীবনের শেষ প্রান্তে এসে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি মানুষদের কিছু দেবার চেষ্টা করবো। এখান থেকে আমার নেবার কিছুই নেই। এখন আমার দেবার পালা। একটা ক্লিন মুরাদনগর গড়ার ক্ষেত্রে  ও মানুষের কল্যাণের জন্য যা যা করণীয় সব কিছুই করবো।

দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয় লাভ করে সংসদ সদস্য  পদে শপথ গ্রহণের ২ দিন পর  শনিবার (১৩ জানুয়ারি)   মুরাদনগর  স্থানীয় সাংবাদিকদের সাথে  নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এ কথা বলেন।

মুরাদনগরের সিএনজি অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলে বন্ধ হয়ে যায় চাঁদাবজি। আগামী ৫ বছরে মুরাদনগরের কোনো সিএনজি অটোরিকশার স্ট্যান্ড থেকে আর  কোনো  চাঁদাবাজি  হবে না বলে কঠোর নির্দেশ দেন। মাদকমুক্ত করার লক্ষেও তিনি পর্যায় ক্রমে ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, মাদক হলো জাতির অভিশাপ। মাদক নির্মূলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। পর্যায় ক্রমে  সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত হবে মুরাদনগর। ভবিষ্যতে হবে এটি একটি ক্লিন মুরানগর।

তিনি অবমূল্যায়িত  নেতাকর্মীদের উদ্দেশে বলেন,’ সকল ভেদাভেদ ভুলে একই প্লাটফর্মে এনে দলকে আরো সুসংগঠিত করবো। কারণ এরা আমারই সৃষ্টি। আমি তো আমার সৃষ্টিকে মারতে পারি না। এদেরকে আমি ওয়েলকাম জানাই। । দীর্ঘ ২৭ বছরে কুমিল্লা  উত্তর জেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ছিলাম। সকল নেতাকর্মীদের মাঝে বিভাজন কমিয়ে একত্রিত করে একই প্লাটফর্মে এনে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-৪১ বাস্তবায়নে এগিয়ে যাবো এটাই আমার লক্ষ্য।