মার্শাল আর্ট কন্যা খ্যাত লালমনিরহাটের সান্ত্বনা রানী রায়কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবী তুলেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ।
সিআরআই ইয়াং বাংলার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮ জয়ী লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জেলার আদিতমারীর হরিদাস গ্রামের প্রান্তিক কৃষক সুবাস রায়ের ঘরে বেড় উঠা সান্ত্বনা রানী রায় এখন এলাকার মানুষের পরিচিত মূখ।
জানাগেছে, দারিদ্র্যতাসহ সামাজিক প্রতিকূলতা মোকাবিলা করে বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষা অর্জন করেছেন সান্ত্বনা রানী রায়। তিনি ইতিহাসে স্নাতকোত্তর, এলএলবি পাস এবং বিপিএড সম্পন্ন করেছেন। তিনি চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএনসিসির পিইইউ হিসেবে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত মার্শাল আর্ট তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এখন পর্যন্ত ১৩ টি স্বর্ণ পদক, তিনটি রোপ্য পদক ও দুটো ব্রোঞ্জ পদক লাভ করেন।
মার্শাল আর্ট তায়কোয়নদো প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে তিনি ইতিমধ্যে উত্তর কোরিয়া, বুলগেরিয়া, মালয়েশিয়া, ভারত ও নেপাল সফর করেছেন। মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়কে তার অবদান ও সম্ভাবনা কে মূল্যায়ন করে আন্তর্জাতিক পর্যায়ের সাউথ এশিয়ান তায়কোয়নদো অ্যাসোসিয়েশন কমিটিতে এবং উপকমিটিতে গুরুত্বপূর্ণ
পদে রাখা হয়েছে।
মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় সমাজের অবহেলিত নারী ও শিশুদের জন্য কাজ করাকে নিজ জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছেন। জীবনের ৪০ টি বছর অতিকান্ত হলেও নিজের সংসার জীবন পাতেননি এখনো।
মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের প্রতিষ্ঠিত ও পরিচালিত লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশ ( এলটিএ) লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন জেলার পিছিয়ে থাকা নারী ও শিশুদের যেকোনো প্রতিকূল মুহূর্তেও খালি হাতে নিজেকে রক্ষা করতে স্বেচ্ছায় মার্শাল আর্ট তায়কোয়নদো প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এর স্বীকৃতি হিসেবে সিআরআই ইয়াং বাংলার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড -২০১৮ অর্জন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই ইয়াং বাংলার চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ গ্রহণ করেন। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড গ্রহণ করে
মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায় তার বক্তব্যে নারী ও শিশুদের জন্য তায়কোয়নদো প্রশিক্ষণ দেওয়ার অঙ্গীকার ঘোষণা করেন। তার এ ঘোষণা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার দাবি সচেতন মহলের।
উল্লেখ যে, মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়ের জীবন সংগ্রাম ও তায়কোয়নদোতে বিশেষ অবদান রাখার জন্য ইতিমধ্যে বিবিসি বাংলা, রয়টার্স, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কন্ঠ, সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, মাছরাঙা টিভি ও যমুনা টিভিতে সচিত্র বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের প্রান্তিক কৃষক সুবাস রায়ের কন্যা সান্ত্বনা রানী রায়কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দেখতে চায় এ অঞ্চলের নারী ও শিশুরা, যাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধানের জন্য স্বেচ্ছায় মার্শাল আর্ট তায়কোয়নদো
প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন তিনি।
লালমনিরহাটের নারী অধিকার সংগঠক এস তাবাসসুম রায়হান মুসতাযীর বলেন, নারী ও শিশুদের জন্য স্বেচ্ছায় মার্শাল আর্ট তায়কোয়নদো প্রশিক্ষণ দিয়ে খালি হাতে যে কোনো প্রতিকূল মুহূর্তেও আত্মরক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়। তাঁর কাজের পরিধি বাড়িয়ে দিতে সান্ত্বনা রানী রায়কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে সেটা হবে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।
সান্তনা রানীর আরো কিছু তথ্য:-
নোট:-জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিনের হাত থেকে বাংলাদেশের নারীদের জন্য প্রেস্টিজিয়াস অনন্যা অ্যাওয়ার্ড পেয়েছেন মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়। এ ছাড়া পেয়েছেন জন্টা অ্যাওয়ার্ড।
লালমনিরহাট তায়কোয়নদো অ্যাসোসিয়েশন ( এলটিএ) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসেবে মার্শাল আর্ট কন্যা সান্ত্বনা রানী রায়
সিআরআই ইয়াং বাংলার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ পদক লাভ করেন সিআরআই ইয়াং বাংলার চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে।
এছারাও নোট-
স্বর্নপদক-১৩ টি
রৌপ্য পদক-৪টি
ব্রোন্জ পদক-২টি
ও ভাইস প্রেসিডেন্ট,সাউথ এশিয়ান তায়কোয়নদো ফেডারেশন।
চেয়ারম্যান,জুনিয়র আ্যান্ড ভেটেরান কমিটি সাউথ এশিয়ান তায়কেয়নদো ফেডারেশন।
স/ম

























